July 20, 2024

আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে জীবনই বদলে গিয়েছে। আমরা আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান সব অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী হতে পারি। তা সে কোনো মানুষের বিস্ময়কর কোনো প্রতিভাই হোক বা জীবজন্তুদের আশ্চর্যরকম কাণ্ডকারখানা। অন্যরকম কিছু ভিডিও আপলোড হলেই ঝড়ের গতিতে নেটদুনিয়ায় তা ভাইরাল হয়ে যায়। তেমনিই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। এই ভিডিওটিতে দেখা গিয়েছে, মানুষের দৌড় প্রতিযোগিতায় মানুষদের অংশ নিয়েছে একটি হাঁস!

অবাক হওয়ার মত ঘটনাই বটে! আসলে ম্যারাথন (Marathon) প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল এক জায়গায়। সেই ম্যারাথন দৌড়ে যখন বহু মানুষ দৌড়চ্ছেন, তখন তাঁদের পাশে পাশেই একটি হাঁসও দৌড়তে শুরু করে! অবশ্য এই হংসমহারাজের আবির্ভাব কিভাবে হল তা জানা যায়নি। কোথা থেকে তিনি এলেন তা একপ্রকার রহস্যই রয়ে গেল। শুধু দেখা গেল, ছোট্ট ছোট্ট পায়েই হাঁসটি রীতিমত তার আশেপাশের মানুষ-প্রতিযোগীদের গতির সাথে তাল মিলিয়েই দিব্যি দৌড়চ্ছে!

ঘটনাটা ঘটেছে অস্ট্রেলিয়ায়। অজি দেশেরই কোনো এক স্থানে এই ম্যারাথন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছিল। সেই প্রতিযোগিতাতেই মানুষদের পাশে দৌড়তে দেখা গিয়েছে সাদা শরীর, হলদে ঠোঁট ও কমলা চামড়ায় ঢাকা পায়ের এই হাঁসটিকে। এই হাঁসটির নাম ‘রিংকেল’। রিংকেলের এই প্রতিভা দেখে নেটিজেনরা তো তাজ্জব। তার প্রশংসায় সবাই পঞ্চমুখ।

‘ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়া (Fox Sports Australia)’ -এর পক্ষ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। পোস্ট করার পর দ্রুত গতিতে সেটি ভাইরাল হয়েছে। প্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। পূর্ণবয়স্ক মানুষের ভিড়ে হাঁসের এই তাজ্জব দৌড় দেখে সবার তাক লেগে গিয়েছে।