May 17, 2024

আজকাল সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন রকমের মজার ভিডিও দেখতে পাই। বিভিন্ন রকমের পশু পাখিদের মজার কান্ড কারখানার ভিডিও প্রায়ই ভাইরাল হয়। বাঁদর ,ভাল্লুক, কুকুর, হাঁস, পাখি , বেড়াল হাতি ইত্যাদি পশুপাখিদের মজাদার ভিডিও আজকালকার প্রজন্মের কাছে খুবই ভালবাসে। হাঁস (Duck) সেও নাকি আবার নাচতে পারে! তবে সে নাচ আবার যে সে নাচ নয়, একেবারে মাইকেল জ্যাকসনের স্টাইলে। সসম্প্রতি একটি হাঁসের নাচের (Duck Dance) ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি হাঁস একদম মাইকেল জ্যাকসনের স্টাইলে নাচছে। আই এ এস অফিসার সুশান্ত সিং নন্দা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করেছেন। টুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। ভিডিওটি না দেখলে আপনি কখনোই বিশ্বাস করবেন না যে একটি হাঁস এমন সুন্দর নাচতে পারে। অফিসার সুশান্ত সিং নন্দা ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘মাইকেল জ্যাকসন কে দেখার পর ম্যান্ডারিন ডাকের অবস্থা’।

নেটিজেনদের খুব উপভোগ করেছেন এই ভিডিও। তাঁদের মধ্যে আলোড়ন পড়ে গেছে এই হাঁসের নাচের ভিডিও দেখে। ভিডিওর কমেন্ট বক্স ইতিমধ্যেই উপচে পড়েছে নেটিজেনদের মন্তব্যে। ভিডিওটি শেয়ার করছেন মানুষেরা। এর আগে পশুপাখিদের বিভিন্ন রকমের কাণ্ডকারখানার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু এই প্রথমবার একজন বিখ্যাত সিঙ্গার ডান্সার এর মতো কোনো সামান্য একটি পাখি যে নাচতে পারে তা দেখা গেল।


আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ শুধু নয় পশু পাখিরাও তাদের প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছে। হাঁসের ভিডিওটি সেই কথাই আবার প্রমাণ করল।