May 23, 2024

সবুজ প্রকৃতির মাঝে জনপ্রিয় হিন্দি গান ‘বরষো রে’ গানের সাথে তিন সুন্দরী যুবতীর অসাধারন নাচ নেটিজেনদের মুগ্ধ করল। তাঁদের নাচের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে নানান প্রতিভারা উঠে আসছেন। যুব সম্প্রদায় এই সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করেই তাঁদের প্রতিভাকে দর্শকদের সামনে তুলে ধরছেন। এর মাধ্যমে তাঁরা জনপ্রিয়তা ও অর্থ দুইই পাচ্ছেন। সম্প্রতি এমনি একটি নাচের ভিডিও আপলোড করে নেটমহলে নিজেদের জনপ্রিয় করে তুললেন তিন যুবতী।

ইউটিউবের এক জনপ্রিয় নাচের চ্যানেল ওয়ান স্টপ ডান্স ‘One Stop Dance’,। এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা পাঁচ লাখ একাত্তর হাজার। সম্প্রতি এই চ্যানেলের এক ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষালের গাওয়া ‘বরষো রে’ (Barso Re) গানের সঙ্গে তিন সুন্দরী নেচেছেন। খোলা পরিবেশে রাস্তায় তাঁরা নেচেছেন। ভিডিওতে প্রত্যেকেই গোলাপি রঙের কুর্তি, ফ্লোরাল প্রিন্টেড সাদা পাটিয়ালা ও সাদা ওড়না পরেছিলেন। তাঁদের চুল ছিল খোলা। মুখে ছিল হালকা মেকআপ। তাঁদের কোরিওগ্রাফি ছিল দারুণ। এনার্জি লেভেল ছিল চূড়ান্ত। সবমিলিয়ে তাঁদের প্রাণবন্ত নাচ দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। গানের তালে তালে তাঁদের একসাথে করা দক্ষ স্টেপস সত্যিই প্রশংসার দাবি রাখে। তিন সুন্দরী যুবতীর এই নাচের ভিডিওটির ভিউজ সংখ্যা ৮.৯ মিলিয়নের গণ্ডি পার করে ফেলেছে। কমেন্ট বক্স উপচে পড়েছে নেটিজেনদের প্রশংসা বাক্যে।

আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। তিন যুবতীর ভিডিওটি ভাইরাল হয়ে সেই কথাই আবার প্রমাণ করল।