বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে অনেকেই অত্যন্ত অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। মূলত যুব সম্প্রদায় এই কাজে এগিয়ে রয়েছেন। আর এই যুব সম্প্রদায় নেটদুনিয়ায় হয়ে উঠেছেন অতি পরিচিত মুখ। তাদের হরেক রকমের ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়। আর জনসাধারণ এ সমস্ত ভিডিওগুলি দেখে অত্যন্ত আনন্দ বোধ করেন। সম্প্রতি এমনই একজন হলেন মৌ নামক এক যুবতী। প্রসঙ্গত তিনি একজন নৃত্যশিল্পী, নাচতে তিনি বরাবরই ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ায় নিজস্ব একটি চ্যানেল খুলে সেখান থেকে তিনি নিয়মিত নাচের ভিডিও (Dance Video) আপলোড করেন। বর্তমানে তাঁর নাচ নেটিজেনদের খুবই মনে লেগেছে। আর তাই অত্যন্ত অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে উঠেছেন অতি পরিচিত এক মুখ।
যুবতী মৌয়ের ইউটিউবে ‘ডান্স স্টার মৌ’ নামের একটি নিজস্ব চ্যানেল আছে। যার প্রত্যেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণে ভাইরাল (Viral) হয়েছে। তাঁর চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হল ২.১৮ লাখ। সম্প্রতি যুবতী মৌয়ের আরও একটি নাচের ভিডিও নতুনভাবে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোড়ন ফেলেছে। প্রত্যেকবারের মতো এবারও তাঁর নাচের ভিডিও গ্রহণযোগ্যতা পেয়েছে নেটিজেনদের কাছে।
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে গ্রাম্য পরিবেশে পুকুরের পাড়ে ফোক সঙ্গীত ‘লাল পাহাড়ির দেশে যা'(Lal Paharir Deshe Ja) গানে অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করেছেন মৌ। লাল শাড়ি এবং রানী কালারের ব্লাউজে, বিভিন্ন রকমের গয়নায় নিজেকে সাজিয়ে তুলেছিলেন এই যুবতী। সুন্দর করে বাঁধা চুল ও মানানসই মেকআপে মৌকে অত্যন্ত সুন্দরী দেখতে লাগছিল। এই গানের প্রত্যেকটি স্টেপ অত্যন্ত নিঁখুতভাবে করে দেখিয়েছেন তিনি। খোলা আকাশের নিচে গ্রামের রাস্তায় তাঁর এই অসাধারণ নাচ দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা।
মাত্র কয়েক ঘন্টা আগে এই ভিডিওটি তিনি তাঁর চ্যানেল থেকে শেয়ার করেছেন। বর্তমানে ভিডিওটি ৬০০০ এর কাছাকাছি ভিউ পেয়ে গেছে। এছাড়া ভিডিওটিতে ২০০টি মত লাইক পড়েছে। ইতিমধ্যেই তাঁর কমেন্ট বক্সে প্রশংসায় ভরা মন্তব্য করছেন অনেকেই। অনেক নেটিজেন তাঁকে জন্মদিনের শুভকামনা জানিয়েছেন। অনেকে লিখেছেন হ্যাপি বার্থডে,বিউটিফুল পারফরম্যান্স, এক্সেলেন্ট ইত্যাদি মন্তব্য। উল্লেখ্য এই যুবতীর প্রত্যেকটি নাচের ভিডিও এত সাবলীল হয় যা থেকে চোখ ফেরানো সম্ভব হয় না।