September 17, 2024

সম্প্রতি ৮ জন বালকের মজার নাচের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তাদের এই নাচ দেখে অনেকেই বেশ আনন্দ পেয়েছেন।

অফিসিয়াল শামিম লাইফস্টাইল (Official Samim Lifestyle) নামে একটি ইউটিউব থেকে কিছুদিন আগে শেয়ার করা হয়েছিল মজার এই ভিডিওটি। ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে যে ৮ জন বালক নিজেদের মতো করে গান চালিয়ে উদ্দাম নৃত্য করছে। কারোর পরনে ছিল লুঙ্গি আবার কারোর হাফ প্যান্ট। কেউ আবার গলায় পড়েছে ছেঁড়া জুতোর মালা। বাঁশের লাঠি আর বোতল দিয়ে বানানো হয়েছে মাইক্রোফোন। কলা গাছের গুঁড়িকে বাদ্যযন্ত্র বানিয়ে কেউ কেউ আবার গানের তালে তালে সেটিকে বাজানোর ভান করেছে। সব মিলিয়ে এইসব দৃশ্য দেখে মনে হয়েছে কেবলমাত্র নিখাদ আনন্দ করার জন্যই তারা নিজেদের মতো করে রসদ খুঁজে নিয়েছে প্রকৃতির বুক থেকে। বালকদের দেখে তেমন অবস্থাপন্ন ঘরের বলে মনে হয়নি। অর্থের অভাবে সেইভাবে নিজেদের আনন্দ করার জিনিসপত্র তারা জোগাড় করতে পারেনি। কিন্তু তা বলে তাদের মনের আনন্দে কোনো ঘাটতি পড়েনি। যা হাতের কাছে পেয়েছে সেটাকেই নিজেদের মতো করে ব্যবহার করে অনাবিল আনন্দের স্বাদ উপভোগ করেছে। ভিডিওটি শেয়ার করার কারণে শুধুমাত্র তারাই নয় নেটদুনিয়ার বাকি মানুষেরাও ভার্চুয়ালি সামিল হতে পেরেছে তাদের এই মজার কর্মকান্ডে। তবে ওদের অভাবের থেকেও সবাইকে মজা দেওয়ার জন্যই এই রকম অদ্ভুত সামগ্রী তারা বানিয়েছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। প্রকৃতির সামান্য জিনিস দিয়েও যে নিজেদের ইচ্ছে পূরণ করা যায় সেটা এই বালকেরা নিছক মজার চলেই সবাইকে বুঝিয়ে দিতে পেরেছে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে বর্তমানে নানা রকমের ভিডিও ভাইরাল হচ্ছে। এদের মধ্যে কিছু মানুষকে শিক্ষা দিচ্ছে আবার কিছু মানুষকে আনন্দ দিচ্ছে। এই ভিডিওটি মানুষকে অনেকটাই আনন্দ দিতে পেরেছে। ভিডিওটির পরিসংখ্যান সেইরকমই বলছে। ইতিমধ্যে ভিডিওটিকে লাইক করেছেন দেড় হাজারের বেশি মানুষ আর ভিউস সংখ্যা দেড় লাখের কাছাকাছি।