April 21, 2024

বেলি ড্যান্সের ড্যান্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মন জিতে নিয়েছেন মার্কিন মহিলা মিস থেয়া (Miss Thea)। বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল তাঁর নাচের ভিডিওটি। দর্শকরা ইতিমধ্যে বেশ পছন্দ করেছেন তাঁর নাচ।

বেলি ড্যান্সে তাঁর পারদর্শিতা সমগ্র উপস্থাপনার মধ্যে বারবার ফুটে উঠেছে। তার উপরে সমুদ্রের মনোরম পরিবেশ একটা আলাদা মাত্রা যোগ করেছে তাঁর নাচের মধ্যে। বেশ দৃষ্টিনন্দন পুরো উপস্থাপনাটি। থেয়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি ড্যান্স একাডেমির ইন্সট্রাক্টর। এর পাশাপাশি তিনি একজন দক্ষ পারফর্মার। ভাইরাল ভিডিওটিতে থেয়ার পরনে ছিল কালো রঙের বিকিনি এবং স্কার্ট। থেয়া তাঁর অসাধারণ নাচের মধ্যে দিয়ে পুরনো দিনের ব্যান্ড ক্যামেলের (Camel) নস্টালজিয়া নতুন করে ফিরিয়ে এনেছেন দর্শকদের মধ্যে।

১৯৮১ সালে মুক্তি পেয়েছিল এই ব্যান্ডের অ্যালবাম ‘চামেলিওন’ (Chameleon) । থেয়া যে গানে নাচ করেছেন সেটি এই অ্যালবাম থেকেই নেওয়া। ১৯৭১ সালে তৈরী হয়েছিল প্রোগ্রেসিভ ব্যান্ড ক্যামেল। রক গান ছাড়াও জ্যাজ, ফোক কিংবা ক্লাসিকাল মিউজিকের কারণেও এই ব্যান্ডের জনপ্রিয়তা হয়েছিল আকাশছোঁয়া। যারা আগে এই ব্যান্ডের গান শোনেনি তাঁরা থেয়ার এই মনোমুগ্ধকর ভিডিওটি দেখার পরে নাচের সাথে সাথে গানটিরও প্রেমে পড়ে গিয়েছেন। দর্শক এতটাই পছন্দ করেছেন তাঁর এই পাফরম্যান্স যে ভিডিওটির লাইকস এবং ভিউস সংখ্যা বেশ ঈর্ষণীয় জায়গায় পৌঁছে গিয়েছে। বর্তমানে ভিডিওটির লাইকস সংখ্যা ২ হাজার এবং ভিউস সংখ্যা ৩ লাখের উপরে।

ভিডিওটি পুরনো দিনের ভালোলাগায় আচ্ছন্ন করে দিয়েছিল দর্শকদের। শুধুমাত্র এই ভিডিওর ক্ষেত্রেই নয় এর আগেও এইরকম হয়েছে। পুরানো দিনের হারিয়ে যাওয়া কোনো গান আবার নতুন করে ধরা দিয়েছে দর্শকদের কাছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ নতুন করে প্রেমে পড়েছে পুরানের ।