
বর্তমান যুব সম্প্রদায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নাচ,গান আবৃত্তি আঁকা ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিভা সকলের সামনে মেলে ধরছেন। তার ফলে খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করা যায়। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব।
বিনোদনের প্রধান মাধ্যমও সোশ্যাল মিডিয়া। বিশ্বের যে কোনো প্রান্তের বিনোদনের ভিডিও অন্য প্রান্তে বসে খুব সহজেই দেখা যায়। আর এমন ভাবেই ভাইরাল হয়ে থাকে ভিডিও গুলো। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও গুলোর এক বৃহৎ অংশ হলো নাচের ভিডিও। তারমধ্যে সব থেকে জনপ্রিয় বেলি ডান্সের ভিডিও।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবতীকে দক্ষিণ ভারতীয় জনপ্রিয় ‘আরাবিক কুথু’ (Arabic Kuthu)- র গানের তালে তালে বেলি ডান্স করতে দেখা গেছে। যুবতীর দক্ষ বেলি ডান্স ও অনবদ্য অভিব্যক্তি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ‘Indian Dance Institution’ নামক ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নাচের ভিডিওটি শেয়ার করেছে।
View this post on Instagram
নাচের ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে যুবতী এই বেলি ডান্সের জন্যে কালো রঙের থাই-স্লিট গাউন ও সবুজ রঙের খোলামেলা পোশাক পরেছেন। এর সাথে কোমরে পড়েছেন উলের কোমর বন্ধনী । ইতিমধ্যে নাচের ভিডিওটির ভিউজ অতিক্রম করেছে ১৯ হাজারের বেশি। প্রচুর মানুষ ভিডিও দেখে কমেন্ট করে নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। ওই সুন্দরীর লাস্যময়ী বেলি ডান্স নেটিজেনদের মাতোয়ারা করেছে। তাঁর বেলি ড্যান্সের উষ্ণ আবেদন সকলের মন মাতাল করেছে।