September 17, 2024

Tata Bolt-এর সুযোগ্য উত্তরসুরী Tata Tiago বিক্রির নিরিখে Tata Motors-কে বেশি লাভ দিয়েছে। লঞ্চের ছয় বছরের মধ্যেই এই গাড়ির বিক্রি ছাড়িয়েছে ৪ লাখ। এই গাড়ি যাত্রী সুরক্ষার দিক থেকেও Global NCAP-এর থেকে ফোর স্টার রেটিং পেয়েছে। বর্তমানে এটি ভারতের অন্যতম সর্বাধিক সুরক্ষিত গাড়ি। এবার Tata Tiago নতুন চেহারায় বাজারে আসছে। কম দামে Tiago NRG এর নয়া ভ্যারিয়েন্ট লঞ্চ হবে। ইতিমধ্যেই একটি টিজার প্রকাশ করেছে টাটা। অনুমান, নতুন ভ্যারিয়েন্টটির নাম হতে পারে Tiago NRG XT। এটি টপ স্পেক মডেল XZ এর চাইতে সস্তা হবে। ওই নতুন ভ্যারিয়েন্ট আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসবে।

Tiago NRG এর XT ভ্যারিয়েন্টে কেবলমাত্র এক্সটেরিয়র ডিজাইনে কিছু পরিবর্তন হবে। নয়া ট্রিমটি অতিরিক্ত বডি ক্লাডিং-সহ আসবে। সাধারণ মডেলের তুলনায় Tiago NRG XT এর দৈর্ঘ্য ৩৭ মিমি বেশি হবে। সামনে ও পেছনের দৈর্ঘ্য বাড়াতেই লম্বায় বড় হবে এটি। তবে হার্ডওয়্যার ও ইঞ্জিনে কোনো পরিবর্তন থাকছে না।

NRG XT এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স রেগুলার Tiago-র চাইতে বেশি হবে। যা ১৮১ মিমি। যেখানে স্ট্যান্ডার্ড মডেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিমি। এই ১১ মিমি অধিক গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়িটিকে এবড়োখেবড়ো রাস্তায় সাবলীলভাবে চলতে সাহায্য করবে। তবে এখনও পর্যন্ত Tiago NRG XT-র বিস্তারিত স্পেসিফিকেশন এবং ফিচার্স সম্পর্কে টাটা গোপনীয়তা বজায় রেখেছে। অনুমান করা হচ্ছে, Tiago XT-র ফিচার্সের সাথে মিল থাকবে Tiago NRG XT-এর।

এটিও ১.২ লিটার থ্রি-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনে চলবে। যা থেকে সর্বোচ্চ ৮৪ বিএইচপি ক্ষমতা এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হবে। এর সাথে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স ও ৫-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যাবে। তবে XT ভ্যারিয়েন্ট অটোমেটিক ট্রান্সমিশন সহ আসবে কিনা, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। Tiago NRG-র দাম ৬.৮২ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। তবে XT ভ্যারিয়েন্টটির মূল্য এর কম হবে বলেই ধারণা।