
নতুন বছরে মাত্র দশ হাজার টাকায় কিনতে পারেন হিরো সুপার স্প্লেন্ডার (Hero Super Splendor) বাইকটি। এটি যদি আপনার স্বপ্নের বাহন হয় তাহলে দেরি করবেন না। আপনার স্বপ্ন পূরণ হতে পারে খুব শীঘ্রই।
সাধারণ মধ্যবিত্ত পরিবারে সাধ থাকলেও সাধ্য থাকেনা সব সময়। নতুন জিনিস কেনার ইচ্ছে থাকলেও পকেটের জোর না থাকায় অধরাই থেকে যায় কেনার স্বপ্ন। তা বলে বাঙালি কিন্তু এখন স্বপ্ন পূরণের পথে পিছিয়ে নেই । নতুন না কিনতে পারলেও সেকেন্ড হ্যান্ড এখন মধ্যবিত্তদের সব ইচ্ছে পূরণের চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ই -কমার্স ওয়েবসাইটে এখন সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা বেচার চাহিদা বেড়ে গিয়েছে। ইলেকট্রিক হোক কিংবা মেকানিক্যাল সব জিনিসের কদর বেশ ভালো। বাইকও এখন এইসব সাইটে পাওয়া যাচ্ছে খুব সস্তায়। বাইকস২৪.কম (bikes24.com) ,বাইকওয়ালা.কম (bikewale.com) কিংবা ড্রুম.ইনের (droom.in) মতো সাইটে বাইকের দাম মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে ।
সম্প্রতি এইসব ওয়েবসাইটে কম দামে ভালো বাইক রেজিস্টার করা হয়েছে। তার মধ্যে এক ব্যক্তি মাত্র দশ হাজার টাকার বিনিময়ে হিরো সুপার স্প্লেন্ডার বাইকটি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। দামের সাথে সাথে গাড়িটির বর্তমান কন্ডিশনও বেশ ভালো বলে জানিয়েছেন ভদ্রলোকটি। বর্তমানে কলকাতায় এই বাইকের বাজার মূল্য প্রায় ৯৯ হাজারের মতো। বাইকটির প্রধান বৈশিষ্ট্য হলো এটির ইঞ্জিন ক্ষমতা ১২৪.৭ সিসি এবং পাওয়ার ১০.৮ পিসি। হিরো কোম্পানির বাইক যাদের কেনার ইচ্ছে রয়েছে তাদের কাছে এই মূল্যে এইরকম বাইক পাওয়া রীতিমত হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। এখন শুধুমাত্র এইসব সাইটে গিয়ে কেনার অপেক্ষা।