April 25, 2024

ভারতের সবচেয়ে বড়ো পুঁজিপতি বা উদ্যোগপতী হলেন রতন টাটা। তাঁর ছত্রছায়ায় সত্যি হয় লাখো মানুষের স্বপ্ন। তিনি অমূল্য রত্ন রতন টাটা (Ratan Tata)। তাঁর নাম গোটা বিশ্ব জানে। রতন টাটা আমাদের দেশের গর্ব।

অথচ আশ্চর্যের বিষয় যে, এতো বড়ো উদ্যোগপতি হওয়া সত্ত্বেও বিশ্বের সেরা ধনীদের তালিকায় খুঁজে পাওয়া যায় না তাঁর নাম। বিশ্ব তো দূরে থাক এমনকি ভারতীয় সেরা ধনীদের তালিকাতেও প্রথম ১০০ জনের মধ্যে নেই রতন টাটার নাম।

প্রশ্ন উঠতে পারে, যাঁর কোম্পানি গত ৬০ বছর ধরে আলপিন থেকে এরোপ্লেন সব ব্যবসাতেই আধিপত্য বিস্তার করেছে তাঁর আয় এতো কম হয় কীভাবে? আসলে টাটা অ্যান্ড সন্সের ইক্যুইটির ৬৬ শতাংশ সোজাসুজি টাটা ট্রাস্টের কাছে জমা হয়। টাটা অ্যান্ড সন্সের লভ্যাংশ সরাসরি জমা হয় এই ট্রাস্টের অ্যাকাউন্টে। এখান থেকেই কর্মরত কর্মচারীদের বেতন, ইত্যাদি সহ লাখ লাখ টাকা মানুষের সেবায় খরচ হয়। উল্লেখযোগ্য বিষয়, এই টাকা শুধু ভারতেই নয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছেও অনুদান হিসেবে পৌঁছে যায়।

এমতাবস্থায় প্রশ্ন উঠতে পারে তাহলে রতন টাটার ব্যক্তিগতভাবে কত টাকা রোজগার করেন? চলুন আজ জেনে নেওয়া যাক টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারপারসন রতন টাটা কত টাকা আয় করেন। বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী রতন টাটার দৈনিক আয় প্রায় ১৮৭৩৯ টাকা। সেই হিসেবে তাঁর ঘন্টা প্রতি আয় হচ্ছে ৭৮০ টাকা। আর মাসিক উপার্জন দাঁড়াচ্ছে ৫.৭ লাখ টাকা। যা দেশের যে কোনো ছোটোখাটো ব্যবসায়ীর চেয়েও কম। জানিয়ে রাখি, ২০১৭ সালে সম্পূর্ণ অবসর নিয়ে নিয়েছেন এই রতন টাটা।