
অর্পিতা মুখার্জী (Arpita Mukherjee) বর্তমানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আলোচনার ‘হট টপিক’। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও অর্পিতা কখনোই সেভাবে পরিচিতি লাভ করেননি। তবে গত শুক্রবার রাত তাঁর টালিগঞ্জের ফ্ল্যাটে ইডির দপ্তর থেকে তল্লাশি চালানোর পর থেকেই তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন।
View this post on Instagram
তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট সদস্য পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২২ কোটি টাকা, এরপরে তাঁর বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি টাকা, প্রচুর সোনার গয়না, রুপোর মুদ্রাও এক জোড়া সেক্স টয়।
View this post on Instagram
এই বিষয় নিয়েই যে গত কয়েকদিন ধরে আমাদের রাজ্য সরগরম হয়ে রয়েছে তা কারোরই অজানা নয়। টাকা-পয়সার পাশাপাশি এই সেক্স টয় উদ্ধার গল্পে যোগ করেছে এক নতুন মোড়, পার্থ ও অর্পিতার সম্পর্কের মধ্যের রসায়ন সম্পর্কে অনেক প্রশ্ন তুলছে! সাধারণত নিজস্বভাবে সময় কাটানোর সময় বা ‘এক্সট্রা প্লেজার’-এর উদ্দেশ্যে সেক্স টয় ব্যবহার করা হয়। তাই অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হওয়া সেক্স টয় পার্থ ও অর্পিতার সম্পর্কের শারীরিক রসায়নের এক অন্য ইঙ্গিত দিচ্ছে।
View this post on Instagram
জানা গিয়েছে বারুইপুরের এক বাগানবাড়িতে নিভৃতে সময় কাটাতেও যেতেন তাঁরা। সবকিছু মিলিয়ে পার্থ ও অর্পিতার মধ্যের সম্পর্ক আসলে কতটা ঘনিষ্ঠ তা প্রকাশ হওয়া এখন সময়ের অপেক্ষা করা। বিলাসবহুল একাধিক ফ্ল্যাট ছাড়াও অর্পিতা কয়েকটি নেল আর্ট পার্লারের অধিকারিণী। নিজস্ব রোজগারে এই বিপুল পরিমাণ সম্পত্তি ক্রয় করা তাঁর পক্ষে কখনোই সম্ভব নয়। তাই তাঁর সম্পত্তি কেনার পেছনে ইনভেস্টর কে বা কারা, তাই নিয়েও প্রশ্নের উৎপত্তি হয়েছে।
View this post on Instagram
পার্থ-অর্পিতার এই ঘটনায় আরো কী নতুন মোড় আসতে চলেছে এবং আরো কত অজানা কিছু প্রকাশ্যে আসতে চলেছে তা সময়ই বলে দেবে।