April 21, 2024

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে গরুপাচার কাণ্ডে ধৃত এবং অভিযুক্ত অনুব্রত মন্ডলের (Anubrata Mandal) কন্যা সুকন্যা মন্ডলের (Sukanya Mandal) নাচের ভিডিও। ভাইরাল ভিডিওতে জনপ্রিয় লোকসংগীত ‘বড় লোকের বিটি লো’ (Boro Loker Beti Lo) গানে পা মিলিয়েছিলেন তিনি। এখন সামাজিক মাধ্যমের দৌলতে সবার মুঠোফোনেই রয়েছে এই ভিডিওটি।

গরুপাচার কাণ্ডে বীরভূমের নেতাকে জিজ্ঞাসাবাদ করার সময় সামনে এসেছিল মেয়ে সুকন্যার নাম। টেট (TET) কেলেঙ্কারি মামলায় বাবার সাথে জড়িয়ে গিয়েছে সুকন্যার নামও। এই অবস্থায় এই ভিডিও ফাঁস হওয়ায় বেশ অস্বস্তিকর অবস্থায় রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতার কন্যা।

২০২০ সালের ১০ই জুন নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছিলেন এই নাচের ভিডিওটি। বর্তমানে টেট কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়ে যাওয়ার পরে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। শাড়ি পরে খোলা চুলে সুকন্যাকে ভালো লাগলেও বর্তমান যে রাজনৈতিক অবস্থা সেই কারণে অনেকেই তাঁর ভিডিওকে পছন্দ করেননি। তবে রসিক নেটিজেনদের একাংশের মতে নতুন নাচের স্টেপে বেশ ধামাকাদার পরিবেশনা ছিল তাঁর। টেট পরীক্ষায় অনুর্ত্তীর্ণ হয়েও এখন একটি সরকারি স্কুলের শিক্ষিকা সুকন্যা। সিবিআইয়ের তদন্ত অনুযায়ী কোনোদিনই স্কুলে হাজিরা দিতে হয়নি তাঁকে। অনুব্রত মণ্ডলকে নিয়ে এখন রাজ্য রাজনীতি উত্তাল। এর উপরে তাঁর কন্যার এই কীর্তিতে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। টেট পরীক্ষায় সফল হওয়ার পরেও অনেকেরই নিয়োগ বাতিল হয়ে গিয়েছে। তাঁদের পরিবর্তে চাকরি পেয়েছে তথাকথিত রাজনৈতিক মদতপুষ্ট কিছু ব্যক্তি।

রাজনৈতিক নেতাদের অনেকের মত অনুযায়ী বাবার কর্মফলের কারণেই সুকন্যার ভাবমূর্তিও নেতিবাচক হয়ে গিয়েছে। এর প্রভাব পড়েছে এই ভিডিওটিতেও। সমালোচনা সত্ত্বেও সুকন্যার নাচ উপভোগ করেছেন অনেকেই। আদালতে এখনই তাঁকে হাজিরা দিতে হবেনা জেনে বেশ কিছুটা স্বস্তিতে সুকন্যা। তবে তাঁর শিক্ষগত যোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সবার মনে।