সোনার দাম (Gold Price) আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবসে আবার কমে গিয়েছে। গত সোমবার ও মঙ্গলবারের পর আজকেও সোনার দাম হ্রাস পাওয়ার ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহল স্বাভাবিকভাবেই খানিক চিন্তামুক্ত হয়েছেন। এমনিতেই বিশ্ব বাজারের প্রভাবে চলতি বছরের প্রায় সব দিনেই সোনার দাম অনেকটাই বেশি থেকেছে, কিন্তু বিয়ের মরশুমের মধ্যে যে সোনার চাহিদা অনেক বেশি থাকে তা কারোরই অজানা নয়।
বিশেষ কোনো দিন বা উৎসবের সময় সাধারণ মানুষ সঞ্চিত অর্থ খরচ করে অন্যকে উপহার দেওয়ার জন্য অথবা নিজস্ব ব্যবহারের জন্য সোনার গয়না বা সোনা দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে থাকেন। সুতরাং, সোনার দামের পরিবর্তনের ওপরে সকলেই নজর রাখেন। সোনার দাম কম থাকলে সাধারণ মানুষদের যে সুবিধে হয় তা বলাই বাহুল্য। তার মধ্যে আজ অর্থাৎ বুধবার আবারও সকলের চিন্তা কমিয়ে দিয়ে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে সোনার দাম প্রতি গ্রামে গ্রামে হ্রাস পেয়েছে।
বুধবার ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৪,৭১৫ টাকা (২০ টাকা কমেছে) ও ২২ ক্যারাট সোনার ৮ গ্রামের দাম ৩৭,৭২০ টাকা (১৬০ টাকা কমেছে) রয়েছে। ২২ ক্যারাট ১০ গ্রামের দাম আজ ৪৭,১৫০ টাকা ও ১০০ গ্রামের দাম ৪,৭১,৫০০ টাকায় অবস্থান করছে। পাশাপাশি আজ অর্থাৎ ৩রা আগস্ট ২৪ ক্যারাট পাকা সোনার ১ গ্রামের দাম ৫,১৪৪ টাকা (২১ টাকা কমেছে) ও ৮ গ্রামের দাম ৪১,১৫০ টাকা (১৬৮ টাকা কমেছে) আছে৷ আজ ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম ১০ গ্রামের দাম ৫১,৪৪০ টাকা (কমেছে ২১০ টাকা) রয়েছে, আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে ৪,৭৬০ টাকা কম আছে। এর সাথেই ২৪ ক্যারাট পাকা সোনার ১০০ গ্রামের দাম ৫,১৪,৪০০ টাকায় (২,১০০ টাকা কমেছে) দাঁড়িয়েছে।