
রুপালি পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। বেশ কিছু কাজের মাধ্যমে তিনি ভারতীয় দর্শকদের মনে একটি সুপ্রতিষ্ঠিত জায়গা তৈরি করে নিয়েছেন। তবে বেশ কিছুদিনই ক্যামেরার সামনে দেখা যায়নি অভিনেত্রীকে। সম্প্রতি বহুদিন পর আবারো ক্যামেরার সামনে আসতে দেখা গেছে তাঁকে। বিভিন্ন রকমের ফ্যাশনসুট এবং রাম্প ওয়ার্ক এ তাঁকে দেখতে দর্শক বেশি অভ্যস্ত। তবে শোনা যাচ্ছে তেলেগু সিনেমা ‘দ্যা লেজেন্ড’ এ অভিনয় করতে চলেছেন তিনি। বিভিন্ন জায়গায় এই সিনেমার প্রমোশন জোরকদমে শুরু করে দেওয়া হয়েছে। ‘দ্য লেজেন্ড’ সিনেমার অন্যতম একটি জনপ্রিয় গান হল ‘পো পো পো'(Po Po Po)। আর খুব সম্প্রতি এই গানের হুক স্টেপে একটি প্লেনের মধ্যে নাচতে দেখা গেল অভিনেত্রীকে। তবে অভিনেত্রী নাচের স্টেপের থেকেও নজর কেড়েছে তাঁর দুর্দান্ত ফ্যাশন সেন্স।
View this post on Instagram
জানা যাচ্ছে ‘দ্য লেজেন্ড’ সিনেমাটি দেশের শিক্ষাব্যবস্থা এবং বৈজ্ঞানিক বিভিন্ন পদক্ষেপকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। সারা ভারতবাসীর মনের মধ্যে একটি সুপ্রভাব ফেলবে এই ছবিটি এমনটাই দাবি নির্মাতাদের। আর এই ছবির প্রমোশনের জন্য ছবির নায়ক লেজেন্ড সরাভনান এবং পুরো টিমের সাথে অভিনেত্রী দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় উড়ে যাচ্ছেন মাঝেমধ্যেই। ইতিমধ্যেই থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমরশাহী,সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম ইত্যাদি দেশে প্রমোশন করে ফেলেছেন অভিনেত্রী। যদিও বড় পর্দায় সিনেমাটি এখনো পর্যন্ত কবে রিলিজ হবে তা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে প্রায় ২০০ কোটির বাজেট ছবিটির।
View this post on Instagram
‘পো পো’ গানটি তুমুল পরিমাণে সাড়া ফেলেছে সমগ্র দেশে। আর এই বৃহস্পতিবার বিমানবন্দরে প্লেনের মধ্যে অভিনেত্রীকে এই গানের সাথেই হুক স্টেপে নাচতে দেখা গেল। অভিনেত্রীর পরনে ছিল ব্যাগি স্টাইলের ছেঁড়া জিন্স এবং সিলভার প্যাচওয়ার্ক এর সাথে একটি গোলাপি রঙের ক্রপ টপ। খোলা চুল,মানানসই মেকআপ,চোখে রোদ চশমা এবং পায়ে হাই হিলে অভিনেত্রীকে দুর্দান্ত লাস্যময়ী লাগছিল। অভিনেত্রীর এই লুক দেখে চমকে গেছেন নেটিজেনরা। বরাবরই নিজের হাটকে স্টাইলে দর্শকদের মন মাতাতে ওস্তাদ অভিনেত্রী ঊর্বশী। আর এইবারও তার অন্যথা হলো না ‘পো পো পো’গানের সাথে ।