
পোশাক বিতর্ক উরফি জাভেদের কাছে নতুন নয়। এইবার নুড ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়ায় সংবাদের শীর্ষে এলেন অভিনেত্রী উরফি জাভেদ।
View this post on Instagram
দিনকয়েক আগেই নুড ফটোশ্যুটে ঝড় তুলেছিলেন অভিনেতা রণবীর সিং। এর আগে দক্ষিণী অভিনেতা বিষ্ণু বিশালের নুড ফটোশ্যুট নজর কেড়েছিল নেটিজেনদের। এবার উরফির ফটোশ্যুট ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক হইচই শুরু হয়েছে।
View this post on Instagram
উরফি বিগ বসের ঘর থেকেই পরিচিতি পেতে শুরু করেছিলেন। এরপর নিজের ফ্যাশান দিয়ে সকলকে চমকে দিয়েছেন। ক্যামেরার সামনে পোশাক বদলানো বা খোলামেলা পোশাক পরা আবার কখনও বুকে পেন্টিং করা সবেতেই তিনি অনন্য। প্রচারের আলোয় কিভাবে থাকতে হয় তা ভালোই জানেন উরফি। রোজই কিছু না কিছু কান্ড ঘটিয়ে তিনি এখন ইন্টারনেট সেনসেশন। সম্প্রতি এবার নুড ফটোশুট করে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন।
View this post on Instagram
ভিডিওতে দেখা যাচ্ছে গোলাপের পাপড়ি দিয়েই অঙ্গ ঢেকেছেন অভিনেত্রী। ব্রালেট ও প্যান্ট উভয়টাই গোলাপের পাপড়ি দিয়ে সেরেছেন। ভিডিও শেয়ার করে উরফি তিনটে গোলাপের ইমোজি দিয়েছেন। উরফির এই ভিডিও দেখে নেটিজেনরা মাতোয়ারা। তাঁরা একের পর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন উরফির কমেন্টবক্স। কেউ লিখেছেন ‛সেক্সী’। আবার কেউ লিখেছেন ‛কিউট’। সম্প্রতি উরফির শেয়ার করা এই ভিডিও (Video) ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।