
স্টার জলসার ‘আলতা ফড়িং’ (Aalta Phoring) পশ্চিমবঙ্গের টেলিভিশন জগতের সব চ্যানেলের ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় এক ধারাবাহিক। অন্য ধারার এই ধারাবাহিকের চিত্রনাট্য ও কলাকুশলীদের অভিনয় প্রথম থেকেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছে। টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক বরাবর ভালো ফলাফল করে এসেছে।
ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘আলতা’-র ভূমিকায় অভিনয় করছেন খেয়ালী মন্ডল (Kheyali Mondal), তাঁর সাথে জুটি বেঁধে ‘অভ্রদীপ’-এর চরিত্রে রয়েছেন অর্ণব ব্যানার্জী (Arnab Banerjee)। এছাড়াও, ধারাবাহিকের অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রে রয়েছেন আয়েন্দ্রি লাভনিয়া রায় (Ayendri Lavnia Roy), শাঁওলি চট্টোপাধ্যায় (Saoli Chattopadhyay), তুলিকা বোস (Tulika Bose), অমিতাভ ভট্টাচার্য্যি (Amitabh Bhattacharjee) প্রমুখ।
View this post on Instagram
জানা গিয়েছে এবারে ‘আলতা’-র চরিত্রে ও দেখা যেতে চলেছে অন্য এক অভিনেত্রীকে। তবে দর্শকদের চিন্তার কোনো কারণ নেই, ‘আলতা ফড়িং’ ধারাবাহিক থেকে খেয়ালী সরে যাচ্ছেন না! হিন্দিতে অর্থাৎ জাতীয় স্তরে ‘আলতা ফড়িং’ (Aalta Phoring)’ ধারাবাহিকের হিন্দি রিমেক হতে চলেছে। হিন্দি রিমেকের নাম হতে চলেছে ‘উড়তি কা নাম.. রজ্জো’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন সোশ্যাল মিডিয়া স্টার সেলেস্টি বৈরাগী। সোশ্যাল মিডিয়ায় তিনি বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘যমজ বোন’ হিসেবে পরিচিত। তবে সম্প্রতি সেলেস্টি জনপ্রিয় নায়িকা আলিয়ার সঙ্গে তাঁর সর্বক্ষণ তুলনা চলতে থাকায় নিজস্ব পরিচিতি নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। নিজস্ব নামে নিজের পরিচয় ফিরে পেতে তিনি একপ্রকার মরিয়া হয়ে পড়েছিলেন। তার মাঝেই ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের হিন্দি রিমেকের মুখ্য অভিনেত্রীর স্থান তিনি দখল করে নিয়েছেন, এবারে দেখার অপেক্ষা সেলেস্টি নতুন এই রূপে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন কি না!