
বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম যেখানে মানুষ নিজের কিছু এক্টিভিটির মাধ্যমে রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠতে পারেন। খুব কম সময়ে এখানে জনপ্রিয়তা পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় লাইমলাইট ধরে রাখতে গেলে অনেক কিছু করতে হয়। তার প্রমাণ আগেই দিয়েছেন বলিউডের অভিনেত্রী উরফি জাভেদ। বোল্ড এবং হট ফ্যাশনের মাধ্যমে তিনি রাতারাতি পেয়েছেন জনপ্রিয়তা। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় এইরকম ইনফ্লুয়েন্সারের সংখ্যা খুব একটা কম নয়। এইরকমই একজন হলেন সোফিয়া আনসারী (Sofia Ansari)। সোশ্যাল মিডিয়ায় তাঁকে একঝলক দেখার জন্য পাগল হয়ে যান তাঁর অনুরাগীরা। তাঁর প্রত্যেকটি ছবিতেই থাকে যৌন আবেদনের হাতছানি।
View this post on Instagram
ইতিমধ্যেই সোফিয়া আনসারীর instagram এ ফ্যান ফলোয়ার্স ৯মিলিয়ন। বর্তমান সময়ে তাঁকে চেনেন না এমন খুব কম সংখকই আছে। নিজের বোল্ডনেসের জন্য সানি লিওনকেও (Sunny Leone) হার মানাতে পারেন এই যুবতী। অতিরিক্ত এডাল্ট কনটেন্ট ক্রিয়েট করার জন্য কিছুদিন আগে তাঁর ইনস্টাগ্রামের একাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও বর্তমান তিনি আবার ফিরে পেয়েছেন তাঁর অ্যাকাউন্ট। তাঁর প্রত্যেকটি ভিডিওটিতেই থাকে শরীর দেখানো নাচ এবং উষ্ণ আবেদন। অবশ্য এই সমস্ত কারণের জন্য নিত্যদিনই হাজার হাজার মানুষের কাছে ট্রোলিং এর শিকার হন তিনি।
View this post on Instagram
সম্প্রতি সোফিয়া তাঁর পুরোনো একাউন্ট ফিরে পাওয়ার পর তিনি আবারও একটি বিকিনি লুকের ছবি শেয়ার করেছেন।টুকটুকে লাল বিকিনিতে, তাঁকে যথেষ্ট আবেদনময়ী লাগছিল। বিকিনির উপর পরেছিলেন একটি সাদা শর্টস। আর এই বোল্ড এবং ঘাম ঝরানো লুকে ইতিমধ্যেই পাগল হয়ে গেছেন তাঁর অনুরাগীরা। যদিও মানুষ তাঁকে কনটেন্ট ক্রিয়েটর মানতে নারাজ। কিন্তু তিনি বলেন শুধু শুধু নয় মিলিয়ন ফলোয়ার্স তৈরি করা চারটিখানি কথা নয়।