September 17, 2024

বলিউডে নামজাদা অভিনেত্রী শ্রীদেবী কাপুরের (shridevi Kapoor) মেয়ে জাহ্নবী কাপুরকে (janhvi Kapoor) সকলেই চেনেন।‌ বনি কাপুর ও শ্রীদেবীর তারকা দম্পতির কন্যা জানহবী বলিউডে বছর চারেক আগে এসেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি যথেষ্ট সুন্দরী। অনেকেই তাঁর ফ্যান। সোশ্যাল মিডিয়াতে তিনি ভীষণরকম সক্রিয়। প্রায়‌ই নানান রকম ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

আজ থেকে বছর চারেক আগে ইন্ডাস্ট্রিতে ধড়ক ছবির মাধ্যমে প্রবেশ করেছিলেন অভিনেত্রী। এর মধ্যে বলিউডে বিশেষ সাফল্য পাননি। তবে বলিউডের গুঞ্জন ও রুহ আফজা নামে ছবি দুটি ফ্লপ করার পর তাকে খুব একটা বড় পর্দায় আর দেখা যায়নি। যদিও শোনা যাচ্ছে খুব শীঘ্রই দোস্তানা , তখত সহ আরও কয়েকটি ছবিতে তাকে দেখা যাবে। তাকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তার অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

কিছুদিন আগেই অভিনেত্রী নিজের একটি ছবি শেয়ার করেছিলেন যেখানে তাকে সুন্দরী লাগছিলো। অভিনেত্রীর সেই ছবি নেটিজনেরা পছন্দ করেছেন। এই ছবি তাই দেখতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং রাতারাতি ভাইরাল হয়ে যায়।

সেই ছবিতে দেখা যাচ্ছিল যে, শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর একটি অন্তর্বাস পরে আছেন। তাঁর উষ্ণ আবেদন সকল গুণমুগ্ধদের মাতাল করেছে। ভক্তরা এটি স্বীকার করেছিলেন যে, সব পোশাকেই অভিনেত্রী সুন্দর হয়ে ওঠেন। খুব সম্ভবত এই ছবিটি অভিনেত্রীর কোথাও বেড়াতে যাওয়ার ছবি। ছবিটি সকলেরই মন জয় করেছেন।