
বর্তমানের টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) টেলিভিশনের ছোটপর্দা দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে ললিতা চরিত্রটি তৎকালীন সময়ে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। আর তারপরে ধীরে ধীরে ছোট পর্দা থেকে বড় পর্দা , টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডের অভিনেত্রী হয়ে উঠেছেন। নিজের দক্ষতায় ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি ঘুরতে যেতেও খুবই পছন্দ করেন। সময় পেলেই বেরিয়ে পড়েন ভ্রমণে। আর তারই বিভিন্ন রকমের ছবি ভরে ওঠে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়।
View this post on Instagram
এমনিতেই অভিনেত্রী ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। মাঝেমধ্যে তাঁর বিভিন্ন রকমের ছবি তিনি শেয়ার করেন। সম্প্রতি তাঁর এমনই একটি হট বোল্ড লুকের ছবি রীতিমতো তোলপাড় করেছে নেটদুনিয়া। এই দিন অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন,যা দেখে রীতিমতো ঘুম উড়েছে তাঁর অনুরাগীদের। ছবিতে অভিনেত্রীর সাদা রঙের শার্টের ফাঁক দিয়ে গোলাপি ও কালো কম্বিনেশনের ব্রালেট খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে।তাঁর উন্মুক্ত বক্ষ বিভাজিকা ঝড় তুলেছে অজস্র পুরুষহৃদয়ে। নিউড মেকআপ এবং গ্লসি লিপস্টিকে অভিনেত্রীর মোহময়ী চেহারা দেখে মুগ্ধ হয়েছেন হাজার হাজার মানুষ।
View this post on Instagram
ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন ‘লেজি সানডেস’। এর সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন সানডে মুড, হোয়াইট শার্ট, পিস এন্ড লাভ। উল্লেখ্য বেশ কয়েক মাস আগে দুবার অস্ত্রোপচার হওয়ার কারণে ওভার ওয়েট হয়ে যাওয়ায় অভিনেত্রী ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। সেই কঠিন দুঃসময়ে তাঁর প্রেমিক তথাগতকে তিনি তাঁর পাশে পেয়েছিলেন।
View this post on Instagram
অভিনেত্রীর শেয়ার করা ছবি ইতিমধ্যে সুপার ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। লাইক, কমেন্ট এবং শেয়ার করছেন অনেকেই। ইতিবাচক মন্তব্যে ভরে উঠছে অভিনেত্রীর কমেন্ট বক্স। অনেকেই লিখেছেন ‘রূপবতী রাজকুমারী’, ‘রানী’ , ‘গর্জিয়াস’, ‘লুকিং বিউটিফুল’ ইত্যাদি মন্তব্য। আপাতত তাঁর অনুরাগীরা অভিনেত্রীর এই ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।