দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deberakonda) ও ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) জুটি নাকি সাতপাকে ঘোরার জন্য প্রস্তুত। এই দুই জুটিকে নিয়ে গত সোমবার সকাল থেকে এমনটাই গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়। গোটা ভারতে রশ্মিকা তাঁর সুন্দর হাসি ও কিউট এক্সপ্রেশনের জন্য জনপ্রিয়। বর্তমানে রশ্মিকা ‘পুষ্পা: দা রাইজের’ মাধ্যমে ন্যাশনাল ক্রাশ। তাঁর মিষ্টি হাসি, প্রাণোচ্ছল ভঙ্গি ও মারকাটারি ফিগারে ঘায়েল লক্ষ লক্ষ যুবক।
View this post on Instagram
অপরদিকে বলিউডের ডেবিউ ফিল্ম ‘লাইগার’এর প্রথম লুকেই বাজিমাত করে দিয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি এই দুই তারকা জুটির বিয়ের গুঞ্জনে জল ঢাললেন বিজয় ও রশ্মিকা দুজনেই।
View this post on Instagram
শোনা যাচ্ছে বিজয় ও রশ্মিকার মধ্যে নাকি প্রেমের সম্পর্ক রয়েছে। আর এই নিয়েই তোলপার নেটদুনিয়া। তবে বিজয় জানিয়েছেন, তিনি বন্ধু হিসাবেই রশ্মিকাকে পছন্দ করেন। তাঁরা দুজনে একসাথে বহু চড়াই-উতরাই দেখেছেন। তাই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। আপাতত তাঁরা দুজনেই মুম্বাইতে দিন কাটাচ্ছেন। ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ এর মত আদ্যোপান্ত প্রেমের মুভিতে একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি। পর্দার সেই প্রেমই নাকি রিয়েল লাইফে গড়িয়েছে। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি রশ্মিকার সঙ্গে বিয়ের খবর উড়িয়ে দিতেই একটি টুইট করেছেন বিজয়। তিনি জানিয়েছেন ‘আবার ও ভুল কথাবার্তা’। তবে তিনি কোন কথাকে ‘ভুল’ বলেছেন একথা অভিনেতা স্পষ্ট করে বলেননি। বিজয় এই টুইটের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন তাঁদের বিয়ের খবর সম্পূর্ণ মিথ্যে ছিল। তবে ‘পুষ্পার’ অভিনেত্রী রশ্মিকা ও চুপ করে থাকেননি। তিনি বলেন,’বিয়ে করার জন্য এখনো আমার হাতে অনেক সময় আছে। যখন সময় হবে তখনই বিয়ে করবো। যাঁরা গুজব ছড়াচ্ছেন তাঁদের গুজব ছড়াতে দিন’।
View this post on Instagram
রিল লাইফ ছাড়াও একসাথে জিমে যাওয়া থেকে চুপি চুপি শহর ছেড়ে ছুটি কাটানো, তাঁদের এই কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। তবে বিজয়ের এই টুইটের পর অনুরাগীদের অনেকাংশই এখন চুপ।