July 21, 2024

রানু মন্ডল (Ranu Mondal) রানাঘাট স্টেশন থেকে একলহমায় সারা দেশে জনপ্রিয়তা লাভ করেছিলেন, নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল তাঁর গাওয়া গান। রানাঘাট স্টেশনে বসে ভিক্ষা করার সাথে সাথেই গান গাইতেন তিনি, এই বিষয়টি অনেক পথচারীর নজরে আসে। অতীন্দ্র নামক এক যুবক সেই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ওই রকম এক পরিস্থিতিতে খোলা জায়গায় বসে খালি গলায় রানুর গাওয়া গান শুনে মুগ্ধ হন সমগ্র দেশবাসী। তারপরের কথা কারোরই অজানা নয়। খুব কম সময়ের মধ্যেই খ্যাতি ও উন্নতির শিখরে পৌঁছেছিলেন রানু, বিভিন্ন জায়গায় গান গাওয়ার সুযোগ লাভ করতে থাকেন রানু। বলিউডের প্রখ্যাত সুরকার ও গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গেও তিনি একটি গান রেকর্ড করেছিলেন। কিন্তু খুব কম সময়েই আবার তিনি পূর্বের স্থানে ফিরে আসেন। এর জন্য মূলত দায়ী তাঁর নিজের অদ্ভুত সব কথা ও অসংলগ্ন আচরণ।

এখন রানুর ঠাঁই হয়েছে তাঁর রানাঘাটের বাড়িতেই। অনেক ইউটিউবার ও অন্যান্যরাও বিভিন্ন সময় রানুর বাড়িতে হাজির হয়ে তাঁর সাথে কথা বলে বা রানুর গাওয়া গানের ভিডিও রেকর্ড করেন। সেইসব ভিডিও হামেশাই ভাইরাল হয়ে থাকে নেটদুনিয়ায়। ভাইরাল হওয়ার পাশাপাশি রানু মন্ডলের প্রত্যেকটি ভিডিওই প্রবল সমালোচনা ও ট্রোলিংয়ের সম্মুখীন হয়ে থাকে। অথচ বারেবারেই ইউটিউবার এবং মিমাররা তাঁর বাড়িতে উপস্থিত হন তাঁর ভিডিও রেকর্ড করার জন্য। শুধুমাত্র এইভাবেই অন্য কারোর মাধ্যমে রানুকে এখন দেখতে পাওয়া যায়। সম্প্রতি আবার‌ও ভাইরাল হয়েছে রানু মন্ডলের একটি ভিডিও।

সম্প্রতি এইভাবেই প্রকাশ্যে এসেছে রানুর নতুন এক ভিডিও। এই ভিডিওটিতে খোলা আকাশের নীচে এক গাছের নীচে এক কমবয়সী যুবকের বাইকে রানু মন্ডলকে বসে থাকতে দেখা গিয়েছে। সাদা টি-শার্ট, সবুজ শার্ট, জিনস ও হাতে স্মার্ট ওয়াচ পরে ওই যুবক নিজের নীল রঙের আধুনিক বাইকে বসেছিলেন। তাঁর বাইকের পেছনে রানু সাদা পোলকা ডট দেওয়া নীল রঙের নাইটি পরে খোলা চুলে যুবকের কোমর ধরে বসেছিলেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে জনপ্রিয় হিন্দি গান ‘চোরি চোরি চুপকে চুপকে’ বাজতে শোনা‌ গিয়েছে। কয়েক সেকেন্ডের ভাইরাল হ‌ওয়া এই ভিডিওতে রানুকে এমনভাবে দেখে নেটিজেনরা হেসে গড়িয়ে পড়েছেন, আবার অনেকেই নিজের ভিউজের জন্য রানুকে এমনভাবে ক্যামেরার সামনে হাজির করার জন্য ওই যুবকের সমালোচনা করেছেন।