
মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ-এর একটি ভিডিও এখনও অবধি ইন্টারনেটে খুব জনপ্রিয়। প্রিয়ার সেই বিখ্যাত উইঙ্ক অনেকেই অনুকরণ করার চেষ্টা করেছেন। তবে পেরে ওঠেননি।
প্রিয়ার ওই ভিডিওর ভাষা অবশ্য মালিয়ালি হলেও তা কারোর পক্ষেই বাধা হয়ে দাঁড়ায়নি। নেটিজেনদের শুধু চাহিদা ছিল প্রিয়ার উইঙ্ক দেখার। প্রিয়ার অভিনয় নিয়ে চর্চা না হলেও প্রিয়ার উইঙ্ক নিয়ে এখনও অবধি রীতিমত চর্চা চলে। সম্প্রতি প্রিয়ার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
সেই ছবিতে প্রিয়াকে খোলামেলা, বোল্ড পোশাকে দেখা যাচ্ছে। ছবিতে প্রিয়ার পরনে রয়েছে লাল রঙের ডিপ নেক টপ ও পোলকা ডট ট্রাউজার। ডিপ নেক টপের কয়েকটি বোতাম খোলা। ফলে প্রিয়ার ক্লিভেজ দৃশ্যমান। প্রিয়ার এই ছবিটি কয়েক ঘন্টার মধ্যেই দুই লক্ষের বেশি মানুষ দেখেছেন। আবারও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে উঠেছেন প্রিয়া। তবে সম্ভবত তাঁর উইঙ্ক ভিডিওটি এই ছবির থেকেও বেশি চর্চিত।
View this post on Instagram
উইঙ্ক ভিডিওর পর থেকেই প্রিয়া প্রকাশ বিখ্যাত হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়। এরপরেও বেশ কয়েকটি ফিল্মে কাজ করেছেন প্রিয়া। কিছুদিন আগেই প্রিয়ার আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ছবিটিতে প্রিয়াকে দেখা গিয়েছিল আদিবাসীদের সাজে। এলোমেলো চুলে অত্যন্ত স্বল্প পোশাকে ছবিটি তুলেছিলেন প্রিয়া। তা দেখে অনেকের মনে হয়েছিল, প্রিয়া আসলে এরোটিকা অভিনেত্রী। কিন্তু এটি ছিল একটি ব্র্যান্ড এনডোর্সমেন্টের জন্য তোলা ছবি। ব্র্যান্ড এনডোর্সমেন্টের শুটিংয়ের জন্য এই ধরনের সাজ সেজেছিলেন প্রিয়া। প্রিয়ার এই ছবিটিতেও তিন লক্ষের বেশি লাইক পড়েছে।