বর্তমান সময়ে দাঁড়িয়ে টেলিভিশনের জি বাংলার পর্দায় একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠাই’ (Mithai)। আর এই ধারাবাহিকে মূল চরিত্র মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) বর্তমানে তাঁর অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। ইতিমধ্যেই তাঁর ফ্যান ফলোয়ার্স আকাশ ছোঁয়া। খুব অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকের সুবাদে এই মিষ্টি অভিনেত্রী সকলের মন জয় করে নিয়েছেন। অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ও সমানভাবে সক্রিয় তিনি। তাঁর অগুণতি অনুরাগীদের জন্য তিনি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ছবি এবং রিল ভিডিও শেয়ার করেন। শুটিং ফ্লোর থেকেও সহকর্মীদের সাথে তাঁকে রিল ভিডিও তৈরি করতে মাঝেমধ্যে দেখা যায়। অত্যন্ত চনমনে এবং হাসিখুশি এই অভিনেত্রীর আবার ও একটি ভিডিও সম্প্রতি নেটদুনিয়া উত্তাল করে তুলেছে।
অভিনয়ের আগে প্রথম জীবনে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন সৌমিতৃষা কুন্ডু। পরবর্তীকালে সান বাংলার পর্দায় ‘কনে বৌ’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যায় তাঁকে। আর এই ধারাবাহিক শেষ হতে না হতেই জি বাংলার পর্দায় মিঠাই ধারাবাহিকে নায়িকা চরিত্রে দেখা যায় তাঁকে। তাঁর অভিনয় থেকে পার্সোনালিটি সবকিছুতেই রীতিমতো মুগ্ধ অনুরাগীরা। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের বিশেষ মানুষ খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে জানার জন্য দর্শকরা মুখিয়ে থাকেন। এককথায় বলতে গেলে বর্তমানে তিনি টেলিভিশনের অন্যতম চার্মিং অভিনেত্রী।
সম্প্রতি অভিনেত্রীর ভাইরাল (Viral) হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে মিঠাই লুকে একটি স্টেজ শোতে উপস্থিত হয়ে সে প্রথমেই জানায় সে জনাইয়ের মেয়ে এবং মিষ্টি বানায়। কিন্তু তার বর উচ্ছেবাবু একদম মিষ্টি পছন্দ করেন না। মিঠাই আরো বলে যে সে বকবক করে আর উচ্ছেবাবু একদমই কথা বলা পছন্দ করেন না। মিঠাই নাকি কোনো জিনিস হাত থেকে ফেলে দিলে উচ্ছেবাবু চেঁচিয়ে তাকে ‘ডিসগাস্টিং’, ‘ননসেন্স’, ‘রিডিকিউলাস’, ‘ইস্টুপিড’ বলে। এমনভাবে উচ্ছেবাবুকে নিয়ে ডায়লগ বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী। এরপর অভিনেত্রী চোখের জল মুছে ‘ইয়ে মেরা দিল’ গানটি গাইতে শুরু করেছিলেন অভিনেত্রী। এমনকি তিনি এই গানের সাথে কোমর দুলিয়ে স্টেজ ও মাতিয়েছিলেন।
‘আগমনী ষ্টুডিও’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছিল। ভিডিওটি ইতিমধ্যে ১৩ হাজার ভিউ পেয়ে গেছে। এছাড়া অনেকে লাইক করেছেন ভিডিওটিতে। অজস্র নেটিজেন ভিডিওর কমেন্ট বক্সে ইতিবাচক মন্তব্য করছেন। এককথায় বলতে গেলে সকলের আদরের সৌমিতৃষার এই মনখোলা গানে খুবই খুশি হয়েছেন দর্শকেরা।