September 17, 2024

টলিউডের সুদর্শন নায়ক জিতের (Jeet) স্ত্রী হলেন মোহনা (Mohna)। রূপে এবং গুনে বাকি নায়িকাদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।

২০১১ সালে স্কুল শিক্ষিকা মোহনা রাতলানির (Mohna Ratlani) সাথে সাত পাঁকে বাঁধা পড়েন এই সুপারস্টার অভিনেতা। ২০১২ সালে তাদের সংসারে আলো করে আসে মেয়ে নবন্যা। সিনেমাতে তিনি হিরো হলেও বাস্তবে তিনি পুরোপুরো পারিবারিক মানুষ। পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন তিনি। সুন্দরী স্ত্রী মোহনার সাথে তাঁর রোম্যান্টিক কেমিস্ট্রি দুজনের একসাথে ছবি থেকে বুঝতে পারা যায়। মোহনা এমনিতে যথেষ্ট সুন্দরী হলেও বিনোদন জগতের সাথে তাঁর কোনো যোগাযোগ নেই।

স্বামীর সাথে মাঝে মধ্যেই বেশ সেজেগুজে সোশ্যাল মিডিয়ায় ছবি দেন জিৎ ঘরণী। বর্তমানে শিক্ষকতার পাশাপাশি কন্যাকে নিয়েও মহা ব্যস্ত তিনি। তবে গ্ল্যামার জগতে কোনোদিন আসলে অনেকেরই ছুটি হয়ে যাওয়ার সম্ভবনা রয়ে যাবে।

২০০২ সালে সাথী (Sathi) ছবির মধ্যে দিয়ে টলিউডে অভিষেক হয়েছিল জিতের । প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। এর পরে আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বাংলা সিনেমাপ্রেমী দর্শকদের। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে অন্যতম হল নাটের গুরু (Nater Guru) ,সঙ্গী (Sangee), বন্ধন (Bandhan) ,যুদ্ধ (Yuddho) প্রভৃতি। ২০১৩ সালে বস :বর্ণ টু রুল (Boss: Born to Rule) সিনেমায় তাঁর অভিনয়ের কারণে পেয়েছিলেন প্রথম ফ্লিমফেয়ার এওয়ার্ডস (Filmfare Awards)। সব রকমের চরিত্রতেই তিনি দক্ষভাবে অভিনয় করেছেন। সাইকোলজিক্যাল থ্রিলার দ্য রয়েল বেঙ্গল টাইগারে (The Royal Bengal Tiger) তাঁর অভিনয় যেমন দাগ কেটেছে তেমনি কমেডি থ্রিলার বচ্চনেও (Bachchan) তিনি সাবলীল। বর্তমানে ষ্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ইস্মার্ট জোড়িতে (Ismart jodi) তাঁকে হোস্টের ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে। এই ভূমিকাতেও তিনি যথেষ্ট সফল।