
কয়েক বছর আগে সারাদেশে তুমুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছিল ‘বাহুবলী’ (Bahubali) সিনেমাটি। এই সিনেমার সাথে সাথে অভিনয় করা নায়ক নায়িকারাও জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে ব্লকবাস্টার এই সিনেমার কাটাপ্পা চরিত্রটি একটি অন্যতম চরিত্র হয়ে উঠেছিল। এই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সত্যরাজ। চরিত্রটির জন্য আজও তাঁর জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পৌঁছে গেছে। ‘কোদুগাল ইলাথা কোলাঙ্গাল’ ছবি দিয়ে তিনি প্রথম বিনোদন জগতে আত্মপ্রকাশ করেছিলেন। এরপর তিনি তাঁর ক্যারিয়ারে বহু প্রজেক্টে কাজ করেছেন। এমনকি শাহরুখ খান দীপিকা পাড়ুকোনের সাথে ‘চেন্নাই এক্সপ্রেসে’ ও অভিনয় করেছেন সত্যরাজ। তবে আজকের এই প্রতিবেদনে অভিনেতা সত্যরাজের মেয়ের সম্পর্কে আমরা জানব।
View this post on Instagram
বলিউডের (Bollywood) সেলিব্রেটিদের সাথে সাথে তাদের সন্তান সন্ততিরা ও সমানভাবে চর্চিত হয়ে থাকেন। বর্তমানে অভিনেতা সত্যরাজের মেয়েও কমবেশি চর্চিত হচ্ছেন। পেশায় পুষ্টিবিদ সত্যরাজের মেয়ের নাম হলো দিব্যা সত্যরাজ (Divya Sathyaraj)। অভিনয় জগতে না এলেও সৌন্দর্যে তিনি হার মানাতে পারেন যেকোনো বড় বড় অভিনেত্রীদের। এছাড়াও দিব্যার একটি নিজস্ব এনজিও রয়েছে। শিশু ও দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। এছাড়া দিব্যা সত্যরাজ সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে পছন্দ করেন। সেখানে তাঁর বিভিন্ন রকমের মোহময়ী ছবি দেখা যায়।
View this post on Instagram
মূলত গ্লামার জগতে না থাকলেও নিজের গ্ল্যামার কিভাবে ধরে রাখতে হয় তা তিনি খুব ভালোভাবেই জানেন। সোশ্যাল মিডিয়াতে তাঁর অনুরাগীদের জন্য তিনি যে সমস্ত ছবি শেয়ার করেন সেই সমস্ত ছবি এই কথা প্রমাণ করে দেয়। অসাধারণ সৌন্দর্যের অধিকারিনী দিব্যা বর্তমানে তাই খবরের শিরোনামে উঠে আসছেন।
View this post on Instagram