September 8, 2024

অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) বর্তমানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের এক অন্যতম আলোচনার বিষয়। বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও অর্পিতা অভিনেত্রী হিসেবে খুব একটা জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। একসময় তিনি হঠাৎ করেই অভিনয় জীবন থেকে বিরতি গ্রহণ করেছিলেন। হঠাৎ করেই ইডির দপ্তর থেকে তল্লাশি চালানো হয় অর্পিতার একাধিক ফ্ল্যাটে। উদ্ধার হয় প্রায় চল্লিশ কোটির‌ও বেশি টাকা, কেজি কেজি সোনার গয়না, একাধিক রুপোর মুদ্রা।

এছাড়াও, তাঁর নামে আরো একাধিক বাড়ি, ব্যবসায়িক কোম্পানি, প্রচুরসংখ্যক জীবনবিমা, নেল আর্ট পার্লার প্রভৃতির হদিশ পাওয়া গিয়েছে। তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট সদস্য পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার বিষয়ে এইসব তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই পার্থ ও অর্পিতার ওপর ইডির তরফ থেকে লাগাতার জেরা চালানো হয়েছে। তবে পার্থ-অর্পিতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা সরাসরি অস্বীকার করেছেন এবং উদ্ধার হ‌ওয়া বিপুল পরিমাণ টাকার ব্যাপারেও কিছু জানেন না এমনটাই বলেছেন।

সবকিছু মিলিয়ে গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ অর্পিতাকে নিয়ে রীতিমতো সরগরম হয়ে রয়েছে। তাঁর কর্মজীবন অর্থাৎ কয়েক বছর আগের অভিনয় জীবনের বিভিন্ন মুহূর্ত‌ও বারংবার আলোচনায় উঠে আসছে। সম্প্রতি তেমনভাবেই টলিউড সুপারস্টার জিতের (Jeet) সাথে অর্পিতার কয়েক বছর আগের পুরনো মিউজিক ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে লেপার্ড প্রিন্টের বিকিনি পরে সমুদ্রতে অর্পিতাকে ‘হট’ লুকে দেখা গিয়েছে। কখন‌ও তিনি বিকিনি পরে নানারকম পোজ দিয়েছেন, কখন‌ও জিতের সাথে রোম্যান্সে মজেছেন, আবার কখন‌ও গানের তালে তালে উদ্দাম নেচেছেন। ‘হল্লা গুল্লা’ (Halla Gulla) নামক এই মিউজিক ভিডিও জিৎ-স্বস্তিকা অভিনীত ‘পার্টনার’ সিনেমার এক দৃশ্য, সিনেমাতে অর্পিতা জিতের উচ্চাকাঙ্খী গার্লফ্রেন্ডের চরিত্রে হিসেবে অভিনয় করেছিলেন। আর নেটদুনিয়ায় এখন তাঁর অভিনীত এই চরিত্রের সঙ্গে তাঁর বাস্তবজীবনের তুলনা করা হচ্ছে।