অরিজিৎ সিং (Arijit Singh) ভারতবর্ষের সঙ্গীতজগতের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র। ভারতের গন্ডি ছাড়িয়ে তাঁর কন্ঠস্বরের জাদু বিশ্বের বিভিন্ন প্রান্তের শ্রোতাদের মুগ্ধ করেছে। তাঁর অসাধারণ গান গাওয়ার দক্ষতার পাশাপাশি তাঁর ব্যবহারও সকলকে মুগ্ধ করে রেখেছে। এই বিষয়টি প্রায় সকলেরই জানা এত বিখ্যাত হয়েও অরিজিৎ ভীষণ মাটির কাছাকাছি রয়েছেন। তিনি আর পাঁচজন সাধারণ মানুষের মতোই সহজ-সরল ও সাধারণ জীবনযাপন করে থাকেন।
তাঁর সাধারণ জীবনযাত্রা, অমায়িক ব্যবহার ও সরলতা ভারতবাসীকে বাধ্য করেছে তাঁকে আরো বেশি করে ভালোবাসতে। অরিজিৎ সিং গত এক দশক ধরে তাঁর গানের মাধ্যমে দেশবাসীর মন জয় করে রেখেছেন। বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও, ধারাবাহিক অর্থাৎ যে কোনো স্থানে অরিজিতের গান থাকলেই তা জনপ্রিয়তা অর্জন করে থাকে। এবারে অরিজিৎ নিজস্ব উদ্যোগে এক গান প্রকাশ করেছেন যা নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। অরিজিৎ সিংয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘Oriyon Music by Arijit Singh’ থেকে তাঁর এই নতুন মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।
অরিজিৎ সিংয়ের গাওয়া ‘গায়ে যা’ (Gaaye Ja) নামক এই গান লিখেছেন শ্লোক লাল ও সুর দিয়েছেন সানি এম.আর। এর পাশাপাশি, সানি এই মিউজিক ভিডিওর সহ-কন্ঠশিল্পী ও প্রোডিউসারের ভূমিকাও পালন করেছেন। এই গানের ভিডিওর স্ক্রিপ্ট স্বয়ং অরিজিৎ সিং ও তাঁর স্ত্রী কোয়েল সিং যৌথভাবে লিখেছেন ও পরিচালনা করেছেন। মিউজিক ভিডিওটির মূল চরিত্রে রয়েছেন ভারতের বর্তমান প্রজন্মের বিখ্যাত নৃত্যশিল্পী বর্তিকা ঝাঁ, তিনি মূলত ‘ডান্স প্লাস’ রিয়েলিটি শো থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘গায়ে যা’ মিউজিক ভিডিওটি তিন সপ্তাহ আগে রিলিজ করে এবং খুব কম সময়ে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ভিডিওর ভিউজ সংখ্যা ইতিমধ্যেই ৬ লাখ ৪৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে ও ৩৬ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন।
কমেন্ট বক্সে নেটিজেনরা অরিজিতের কন্ঠস্বরের ভূয়সী প্রশংসা করেছেন, একজন তাঁকে ভারতের ‘ভয়েস মিনিস্টার’ (Voice Minister) হিসেবে আখ্যা দিয়েছেন।