May 20, 2024

ভোজপুরী ইন্ডাস্ট্রির আম্রপালি দুবে সাহসী অভিনেত্রী। সম্প্রতি খোলামেলা পোশাকে অভিনেত্রী আম্রপালি দুবের লাস্যময়ী নাচের ভিডিও ভাইরাল হলো।

ভিডিওটিতে অভিনেত্রী বিখ্যাত ভোজপুরি সিনেমা ‘পেহলি নজর কো সালাম’ সিনেমার ‘নাসে নাসে চড়হাতে জে জাহরিয়া’ গানে শরীরী হিল্লোল তুলে নেচেছেন। কালো এবং লাল পোশাকে তাঁর মোহময়ী শরীরী আবেদনে সকলেই মুগ্ধ। এই গানটি গেয়েছেন প্রিয়াঙ্কা সিং এবং ওম ঝা।

আসলে কোনো একটি বাড়ির অনুষ্ঠানের নাচের দৃশ্য ভিডিও বন্দী করা হয়েছে। ভিডিওটিতে আরো দেখা গেছে যে এই অনুষ্ঠানে পরের দিকে নতুন করে আরো অতিথি সমাগম হলে আম্রপালি তাঁদেরকেও রূপে মাতোয়ারা করেছেন। বর্তমানে ভোজপুরি সিনেমার বিশাল বাজার। এর জনপ্রিয়তা এতটাই যে পুরোনো কোনো ভিডিও নতুন করে আবার সামনে আসতেই সেটিও ভাইরাল হয়ে যায়। প্রায় চার বছর আগে ‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস’ (Worldwide Records Bhojpuri ) নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল। সেই পুরনো ভিডিওটি আবার নতুন করে সামনে আসতেই আম্রপালির অনুরাগীদের মনে নতুন করে ঝড় তুলেছে।

বলিউডের পাশাপাশি এখন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিরও আলাদা একটা জায়গা তৈরী হয়েছে। সেটা যে কোনো ভাইরাল ভোজপুরি ভিডিওর ভিউস সংখ্যা দেখলেই বোঝা যায়। তবে আলোচ্য ভিডিওটি নতুন করে আবার ভাইরাল হওয়ার মূল কারণ হলো আম্রপালির জনপ্রিয়তা। তিনি যে কেবলমাত্র ভোজপুরি ইন্ডাট্রিতেই জনপ্রিয় তা নয়। আম্প্রপালি হিন্দি টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন। তবে এই ভিডিওটি দেখার পরে আম্রপালির দর্শকদের চাহিদা বেড়ে গেল। তাঁর আরো মনমাতানো ভিডিও দেখার জন্য সোশ্যাল মিডিয়ার দর্শক অপেক্ষা করে থাকবে সেটা বলাই বাহুল্য।