
সম্প্রতি নিজের ব্যথর্তার পেছনে কপিল শর্মা (Kapil Sharma)-কে দায়ী করলেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। এই নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
১৯৯১ সালে ‘সওগন্ধ্’ (Saugandh) সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন খিলাড়ি অক্ষয় কুমার। এর পরে ‘ধড়কান’ (Dhadkan) , ‘আন্দাজ’ (Andaaz) , ‘হেরা ফেরি’ (Hera Pheri) , ‘নমস্তে লন্ডন’ (Namastey London) ‘ভুল ভুলাইয়া’র (Bhool Bhulaiyaa) মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। ২০০১ সালে ‘আজনাবি’ (Ajnabee) এবং ২০০৫ সালে ‘গরম মশলা’ (Garam Masala) সিনেমার জন্য পেয়েছিলেন ফ্লিমফেয়ার অ্যাওয়ার্ডও (Filmfare Award)। ২০১৬ সালে থ্রিলার সিনেমা ‘রুস্তমের’ (Rustom) জন্য ন্যাশনাল পুরস্কার জিতেছিলেন খিলাড়ি। তাঁর অভিনীত ‘টয়লেট :এক প্রেম কথা’ (Toilet: Ek Prem Katha), ‘প্যাড ম্যান’ (Pad Man) প্রভৃতি সামাজিক বার্তাবহ সিনেমাগুলিও বেশ প্রসংশিত হয়েছে। এছাড়া মার্শাল আর্টে দক্ষ এই অভিনেতাকে বেশ কয়েকটি রিয়েলিটি শোতেও গিয়েছিল। এর মধ্যে অন্যতম ‘ডেয়ার টু ড্যান্স’( Dare 2 Dance)। ‘ওয়ার্ল্ড কাবাডি’ (World Kabaddi League) লিগেও অংশ নিয়েছিলেন তিনি।
প্রতিবছরই বেশ কয়েকটি সিনেমা হিট হয় তাঁর। কিন্তু এই বছরটা এখনও পর্যন্ত তেমন ভালো যাচ্ছে না অক্ষয়ের। বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। ‘অতরঙ্গি রে’ ( Atrangi Re), ‘বচ্চন পাণ্ডে’( Bachchan Pandey), ‘সম্রাট পৃথ্বীরাজ’ (‘Samrat Prithviraj)থেকে শুরু করে সদ্য মুক্তি পাওয়া ‘রক্ষা বন্ধন’ (Rakshabandhan) সব কটাই সাফল্যের মুখ দেখতে পারেনি। কিছুদিন আগে কপিল শর্মা সঞ্চালিত কমেডি শোতে নিজের ছবি ‘কাঠপুতলি’র (Kathputli) প্রচারে হাজির হয়েছিলেন অক্ষয়। সেইখানেই কপিলের সাথে কথোপকথনে জানিয়েছেন কপিলের নজর লেগেই তাঁর একটাও ছবি এখনও হিট করেনি। তাঁর সমস্ত সম্পত্তির উপরেও লোভ রয়েছে কপিলের। নিছকই মজার ছলেই এই সব কথা বলেছেন বলে পরে জানিয়েছেন অভিনেতা। পরপর ছবির ব্যর্থতার কারণে হিসেবে নিজেকেই দায়ী করেছেন তিনি। নতুন করে আবার দর্শকদের মনে জায়গা করে নিতে হলে নতুনভাবে ভাবনা চিন্তা শুরু করতে হবে। এইকারণে নিজেকেও বদলাতে হবে বলে ওই শোতে জানিয়েছেন।
View this post on Instagram
সাফল্য এবং ব্যর্থতা একই কয়েনের দুটি দিক। বিনোদন জগতের সব কলাকুশলীরাই এই দুটির সাথে ভালোভাবে পরিচিত। তবে অক্ষয় যেভাবে নিজের ইমেজ তৈরী করেছেন বলিউডে, তাতে তাঁর অনুরাগীরা আশা করছেন খুব শীঘ্রই আবার নিজের পুরানো মেজাজে ফিরবেন তাঁদের প্রিয় তারকা।