July 21, 2024

বলিউডের পরে হলিউডেও ছড়াতে চলেছে পুষ্পা ম্যাজিক। এই খবর নিঃসন্দেহে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) অনুরাগীদের কাছে খুব খুশির খবর।

দক্ষিণের সিনেমা জগতে কয়েক বছরের মধ্যে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন অভিনেতা আল্লু অর্জুন। এতদিন দক্ষিণের সিনেমাপ্রেমীদের কাছেই সীমাবদ্ধ ছিল তাঁর জনপ্রিয়তা। কিন্তু আগের বছর সুকুমার (Sukumar) পরিচালিত ‘পুষ্পা :দ্য রাইস’ (Pushpa: The Rise) সিনেমার কারণে তাঁর এই জনপ্রিয়তার গন্ডি ছাড়িয়েছে দেশ কালের সীমানা। এদেশে তো বটেই বিদেশের মাটিতেও প্রভূত পরিচিতি পেয়েছেন এই সিনেমার দৌলতে। কিছুদিন আগে নিউইয়র্কে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন অভিনেতা। তাঁকে ‘গ্রান্ড মার্শাল’ উপাধিতে ভূষিতও করা হয়েছিল ওই অনুষ্ঠানে। এই কারণে বিদেশের মাটিতে দেশের মানুষকে অনেকটাই গর্বিত করেছেন পুষ্পা।

বর্তমানে দক্ষিণের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার তালিকায় উপরের দিকে রয়েছেন আল্লু। তাঁর অভিনয় দক্ষতা এবং নাচের কারণে জনপ্রিয়তা পেয়েছেন দেশে বিদেশে সর্বত্রই। সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, খুব শীঘ্রই হলিউডে পাড়ি দিতে চলেছেন অভিনেতা। হলিউডে সুপারহিরো সিনেমা বানানোর জন্য বেশ খ্যাতি রয়েছে ‘মার্ভেল স্টুডিওস’ (Marvel Studios) নামক প্রযোজনা সংস্থার। এই নামি প্রযোজনা সংস্থার সাথে গাঁটছড়া বাঁধতে চলেছেন আল্লু। সব ঠিক থাকলে মার্ভেলের সুপারহিরো সিরিজের অংশ হতে পারেন দক্ষিণের এই নায়ক।

তবে এইসময় তিনি ব্যস্ত পুস্পা সিনেমার দ্বিতীয় ভাগ ‘পুষ্পা :দ্য রুল’ (Pushpa: The Rule) সিনেমার শুটিংয়ে। আগামী বছরেই মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। আগের ভাগের থেকে পারিশ্রমিকের অঙ্ক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন এই সিনেমার জন্য। বঙ্গের মাটিতেও এই এই সিনেমার বেশ কিছু দৃশ্যের শুটিং হবে বলে জানা গিয়েছে। বাঁকুড়ার লাল মাটিতে বিপক্ষের সাথে লড়াই করতে দেখা যাবে তাঁকে। এই সিনেমার দ্বিতীয়ভাগেও নায়িকা হিসাবে তাঁর বিপরীতে থাকবেন রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। এসিপি চরিত্রে ফাহাদ ফাজিলের (Fahadh Faasil) সাথে তাঁর লড়াই আগের থেকে আরো উপভোগ্য হবে। সব মিলিয়ে সর্বত্রই বিরাজ করছে পুষ্পা রাজ।