April 19, 2024

বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন পূজা ব্যানার্জি । ২০২০ সালে করোনা আবহেই সহ অভিনেতা কুণাল বর্মার সঙ্গে কোর্ট ম্যারেজ করেন তিনি। এরপরই এই দম্পতির কোল জুড়ে আসে সন্তান কৃশিব। ছেলে কিছুটা বড় হতেই ধুমধাম করে হিন্দু মতে ২০২১ সালে বিয়ে করেন এই তারকা জুটি। গোয়ায় ধুমধাম করে তাঁদের বিয়ের আসর বসেছিল। ছেলেকে সঙ্গে নিয়েই নিয়ম নীতি মেনে বিয়ে করেন পূজা-কুণাল।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

পূজা ছোট পর্দা ও বড় পর্দা দুই জায়গাতেই সমান ভাবে সফল। টলিউডে দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ ও মিঠুন পুত্র মহাক্ষয়ের বিপরীতে ‘রকি’ সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া হিন্দি ধারাবাহিক ‘দেব কি দেব মহাদেব’ এ পার্বতী ও ‘পাপ’ ওয়েব সিরিজে তার অভিনয় যথেষ্ঠ প্রশংসা পেয়েছে দর্শক মহলে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ পূজা ।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

পূজা মাঝে মধ্যেই ছবি ও রিল ভিডিও আপলোড করে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি পূজা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি রিল ভিডিও। আর তাতে অভিনেত্রীর পুরো সাজের গল্প উঠে এসেছে। ভিডিওর প্রথমেই পূজাকে ব্লাউজের ফিতে বাঁধতে দেখা যাচ্ছে। এরপর কুচি ঠিক করে শাড়ির আঁচল তুলে নিচ্ছেন পূজা। তারপর একে একে কানের দুল থেকে শুরু করে লিপস্টিক, কাজল, পায়ের জুতো পরা সবই উঠে এসে এই ভিডিওতে।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

ভিডিওর ব্যাকরাউন্ডে বাজছে ‘শাড়ি কে ফল সা কভি ম্যাচ কিয়া রে’ গানটি। এই ভিডিও শেয়ার করে পূজা ক্যাপশনে লেখেন যে ‘গত রাতের গল্প’। ভিডিওটিকে প্রশংসায় বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। পূজার এই হট লুকের ভিডিও মুহূর্তেই ভাইরাল (Viral) হয়েছে।