May 25, 2024

বিয়ের এতো বছর পর সামনে এলো ঐশ্বর্য রাই বচ্চন (Aishwrya Rai Bachchan) এবং অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) বিবাহিত জীবনের এক গোপন রহস্য। খবরটি জানার পরে অনুরাগীরা বেশ বিস্মিত হয়েছেন।

নিজেদের সফল ক্যারিয়ারে অনেক নায়ক নায়িকার সাথেই নাম জড়িয়েছে ঐশ্বর্য এবং অভিষেকের। কিন্তু ২০০৭ সালে তাঁদের প্রেমের সম্পর্কের পরিণতি পায়। ওই বছরের ২০শে এপ্রিল রাজকীয় সমারোহের মধ্যে দিয়ে দুজনের চার হাত এক হয়েছিল। কিন্তু বিয়ের রাতেই স্ত্রীয়ের হাতে চড় খেয়েছিলেন অভিষেক। এতবছর এই ঘটনা চাপা ছিল। সাম্প্রতিকালে প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে নানা ধরণের গুঞ্জন। অনেকেই বলছেন বিয়ের শুরুর দিকে কি তাহলে বচ্চন দম্পতির মধ্যে সম্পর্ক ভালো ছিল না। আসল ঘটনা সামনে আসতেই নিন্দুকদের সমস্ত জল্পনায় কার্যত জল পড়ে গিয়েছে। আসলে বিয়ের রাতে স্ত্রীয়ের সাথে মজা করতে গিয়েই এই বিপত্তির সম্মুখীন হয়েছিলেন অভিষেক।

সংবাদ সূত্রের খবর অনুযায়ী, স্ত্রীয়ের সাথে মজা করার জন্য খাটের সমস্ত স্ক্রু খুলে দিয়েছিলেন অভিষেক। এর ফলে খাটটি দাঁড়িয়ে থাকলেও কেউ যদি বিছানায় বসে তাহলে সেটি ভেঙে পড়বে। ঐশ্বর্য বিছানায় বসার সাথে সাথেই খাটটি ভেঙে পরে যায়। অভিষেক এতে খুব মজা পেলেও অস্বস্তিকর অবস্থার সম্মুখীন হতে হয় ঐশ্বর্যকে। এই কারণে অভিষেককে গালে চড় মেরে বুঝিয়ে দিয়েছিলেন এইরকম ইয়ার্কি তাঁর পছন্দ নয়। তবে সমস্ত ঘটনাই ঘটেছিল মজার ছলে। বচ্চন পরিবারের পারিবারিক অশান্তি বেশ কয়েকবার সামনে এলেও বর্তমানে সবাইকে নিয়ে সুখেই ঘর করছেন ঐশ্বর্য। সম্পর্কের ভাঙ্গনের গুঞ্জনও শোনা গিয়েছিল অনেকবার। কিন্তু বাস্তবে ঐশ্বর্য রাই বচ্চন ওই পরিবারের বধু হিসেবে সম্মানে সঙ্গেই রয়েছেন এবং সবার আশা ভবিষ্যতেও থাকবেন।