বর্তমান যুব সম্প্রদায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নাচ,গান আবৃত্তি আঁকা ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিভা সকলের সামনে মেলে ধরছেন। তার ফলে খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করা যায়। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব।
সম্প্রতি ‘সুর সাধনা কেন্দ্র’ নামে ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিওটি ভাইরাল হয়েছে। সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর কন্ঠে ‘বালা নাচো তো দেখি’ গানের সঙ্গে অসাধারণ নৃত্য পরিবেশনা করেছেন নৃত্যশিল্পী । তাঁর নৃত্যে মুগ্ধ দর্শকেরা। অসাধারণ নৃত্যের সঙ্গে গ্রাম বাংলার মনোরম পরিবেশে ভিডিওটিকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে ভিডিওটির নৃত্যশিল্পীর নাম সুস্মিতা বসাক। সুস্মিতা নাচের সময় সবুজ রঙের শাড়ি পরেছিলেন। সবুজ রঙের শাড়ি এবং লাল রঙের ব্লাউজ পরে সুস্মিতাকে গ্রাম বাংলারই একজন মেয়ে মনে হচ্ছিল। গ্রামের মনোরম পরিবেশের সঙ্গে মিশে গিয়েছিল সুস্মিতার নাচ। গানটিকে নতুনভাবে প্রেজেন্ট করেছেন তিনি। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর নৃত্য এই ইউটিউব চ্যানেলের কাছে আশা করছে দর্শকেরা।
ভিডিওটি ইতিমধ্যেই প্রায় সাড়ে ছয় হাজার ভিউজ পেয়েছে। একশো ঊনপঞ্চাশটি লাইক পড়েছে ভিডিওতে। কমেন্টবক্স দর্শকদের প্রশংসায় ভরে গেছে। কেউ কমেন্ট করেছেন ‘উফ! এক কথায় যাকে বলে অসাধারণ’ কেউ বলেছেন ‘susmita, you are the best dancer’ কেউবা লিখেছেন ‘অসাধারণ কোরিওগ্রাফি… সেইসঙ্গে আপনার অসাধারণ ডান্স…. এগিয়ে চলুক সুর সাধনা কেন্দ্র’।
আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। সুস্মিতার ভিডিওটি ভাইরাল হয়ে সেই কথাই আবার প্রমাণ করল।