July 21, 2024

প্রতিদিনই সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে ভাইরাল হচ্ছে হরেক রকমের ভিডিও। এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের নাচ,গান,আবৃত্তি,আঁকার পাশাপাশি বিভিন্ন রকমের কাণ্ডকারখানার ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সাধারণত বিদ্যালয়ে ছোট ছোট শিশুদের পাঠানো হয় শিক্ষা অর্জন করে মানুষের মত মানুষ হয়ে ওঠার জন্য। শিশুদের ঠিক ভুল ধরিয়ে দেন শিক্ষাগুরুরাই। কিন্তু এই শিক্ষাগুরুরাই যদি ব্যর্থ হন শিশুদের সঠিক শিক্ষা দিতে তাহলে তো বলে আর কোন কথাই নেই। সম্প্রতি এমনই এক শিক্ষিকার (School Teacher) একটি ভিডিও তোলপাড় করে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। উল্লেখ্য ভিডিওটি রীতিমত ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল হওয়া এই ভিডিওটিতে (Viral Video) দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের হরদোই জেলার পোখারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন এক স্কুল শিক্ষিকা চেয়ারে বসে রয়েছেন এবং তাঁর পাশে দাঁড়িয়ে এক স্কুল ছাত্রকে হাত ম্যাসাজ করতে দেখা গিয়েছে। অন্যান্য ছাত্রদের নিজেদের কাজ করতে দেখা গিয়েছে। শিক্ষিকার চোখের আড়ালে ক্লাসে উপস্থিত কেউ ঘটনাটির রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। শিক্ষিকা চেয়ারে বসে জল খাচ্ছিলেন এবং ওই পড়ুয়ার থেকে ম্যাসাজ নিচ্ছিলেন। এমনকি ম্যাসাজ চলাকালীন ওই শিক্ষিকা ক্লাসের অন্যান্য পড়ুয়াদের শাসন ও করছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই শিক্ষিকার নাম উর্মিলা সিং। তিনি বাওয়ানের পোখারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট শিক্ষিকা হিসাবে কর্মরত। এই ঘটনাটি ভাইরাল হওয়ার পর থেকেই বেসিক শিক্ষা আধিকারিক ভি পি সিং ব্লক এডুকেশন অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বিচার বিভাগীয় পদক্ষেপ করতে বলেছেন।


এই শিক্ষিকাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে এই ভিডিওটি। আপাতত সোশ্যাল মিডিয়া নেটিজেনদের নিন্দা ও সমালোচনায় ভরে উঠছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ ২৪ অনলাইন।