বাল্যকাল মধুর। আর সেই মধুর জীবনের অঙ্গ হল স্কুল। প্রতিটি মানুষ স্কুল নিয়ে আবেগতাড়িত বোধ করে। স্মৃতির পাতা উল্টে প্রত্যেকেই ফিরে যেতে চায় স্কুলের অলিতে গলিতে। সেই হারিয়ে যাওয়া স্মৃতিগুলিকে বুকে আঁকড়ে ধরে রাখে।
তবে নব্বুই দশকের ছেলেমেয়েদের শৈশবকালে স্কুল জীবনটা ছিল অন্যরকম। তখন স্মার্টফোন ছিলনা। তাই স্কুলজীবন অনেক স্বাভাবিক ছিল। স্কুলের অনুষ্ঠানগুলো সকলের মনের কাছাকাছি হত। সম্প্রতি স্কুলের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করা এক ছোট্ট মেয়ের ভিডিও সকলকে মনে করিয়ে দিয়েছে নিজের হারিয়ে যাওয়া শৈশবের কথা। ভিডিওটিতে “ময়না ছলাৎ ছলাৎ চলে রে” গানটিতে সাতবছরের এক খুদে কন্যাকে নাচতে দেখা গেছে। সামনেই বসে আছেন শিক্ষক-শিক্ষিকা তথা সহপাঠী ছাত্রছাত্রীরা। তাদের সামনে অসাধারণ নৃত্য পরিবেশন করেছে সে। সোশ্যাল মিডিয়ায় এই ছোট্ট একরক্তি মেয়ের ভিডিও দেখে নেটিজেনরা আপ্লুত।
ভিডিওতে ছোট্ট মেয়েটি একেবারে গ্রাম্য বালিকার রূপে লাল পাড় হলুদ শাড়ি পরেছিল। তার কোমরে কোমরবন্ধ ও মাথায় মাথায় লাল ফুলের খোপা ছিল। মাটির টান ছিল তা সাজে। এত ছোট্ট একটি শিশুর এত সুন্দর একটি পরিবেশনা সবার মন জয় করেছে। আর আমাদের ফিরিয়ে নিয়ে গেছে আমাদের ছোটবেলার স্কুলের বার্ষিক আয়োজিত অনুষ্ঠান গুলিতে। সেই সকল সময়ের স্মৃতিগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা সম্ভব হতনা।
নুর আলম নামে এক জনৈক ব্যক্তি সাম্প্রতিককালে ছোট্ট মেয়ের এই নাচের ভিডিওটি ইউটিউবে শেয়ার করেছিলেন। ইতিমধ্যেই এই ভিডিওটির ভিউজ প্রায় ছয় লাখ ছাড়িয়ে গেছে। সাথে হাজার হাজার লাইক এসেছে বন্যার মত। পাশাপাশি কমেন্টবক্স ভরে উঠেছে প্রশংসাবাক্যে।