May 19, 2024

বর্তমানে সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে নানান প্রতিভারা উঠে আসছেন। যুব সম্প্রদায় এই সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করেই তাঁদের প্রতিভাকে জনসম্মুখে তুলে ধরছেন। এর মাধ্যমে তাঁরা জনপ্রিয়তা ও অর্থ দুইই পাচ্ছেন। সম্প্রতি এমনি একটি নাচের ভিডিও আপলোড করে নেটমহলে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন সুচিস্মিতা।

সুচিস্মিতার ইউটিউবে ‘সুচিস্মিতা সরকার ডান্স’ নামের একটি নিজস্ব চ্যানেল আছে। সেই চ্যানেল থেকে তিনি নিয়মিত ভিডিও আপলোড করেন। তাঁর নাচের ভিডিওগুলি দর্শকদের খুবই মনোরঞ্জন করে থাকে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে সুচিস্মিতা নিজের বাড়ির ছাদে অপূর্ব নৃত্য পরিবেশন করছেন। জনপ্রিয় হিন্দি গান ‘মাইয়া মাইয়া’র সাথে নেচেছেন তিনি। কালো রংয়ের পাটিয়ালা প্যান্ট এবং কালো ব্লাউজে মানানসই মেকআপে যুবতী সুচিস্মিতার সুন্দর এই নাচ মুগ্ধ করেছে নেটিজেনদের। গানের প্রত্যেকটি বিটের সাথে দুর্ধর্ষ ছিল সুচিস্মিতার কোরিওগ্রাফি ও অভিব্যক্তি। আর বর্তমানে ‘মাইয়া মাইয়া’ গানের উপর এই নাচের ভিডিওটি তুমুল পরিমাণে জনপ্রিয়তা এনে দিয়েছে তাঁকে। ইতিমধ্যে অজস্র নেটিজনেরা ভিডিওটিতে লাইক দিয়েছেন প্রচুর। প্রশংসাসূচক কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স।

আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। সুচিস্মিতার ভিডিওটি ভাইরাল হয়ে সেই কথাই আবার প্রমাণ করল।