July 14, 2024

এক খুদে মেয়ের বেলি ডান্স (Belly Dance) নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। মিউজিকের তালে তালে খুদে মেয়েটির দুর্ধর্ষ নাচ নেটিজেনরা বেশ উপভোগ করেছেন। বর্তমান সময়ে যে নেটদুনিয়া প্রতিভা প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি আর কারোরই অজানা নেই। ভিন্ন ভিন্ন বয়সের মানুষ নেটদুনিয়ায় নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন বিষয়ের ভিডিও স্বাধীনভাবে পোস্ট করতে পারেন। ইন্টারনেটের সহজলভ্যতাকে কাজে লাগিয়ে খুব সহজেই এখন অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়।

আর এইভাবেই নেটদুনিয়ায় হামেশাই বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে থাকে। ভাইরাল হ‌ওয়া ভিডিওর মধ্যে বাচ্চাদের‌ও প্রতিভার নিদর্শন দেখতে যায়। নেট দুনিয়ায় এমন অনেক বাচ্চার দেখা মেলে যাঁরা অনেক কম বয়সেই নাচ-গান-আবৃত্তি-অভিনয় প্রভৃতি ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করেছেন। ভাইরাল হ‌ওয়া ভিডিওতে কোনো কোনো বাচ্চার প্রতিভার নিদর্শন দেখে নেটিজেনদের অবাক হয়ে যেতে হয়। বস্তুত কম-বেশি সকলেই ছোট বাচ্চাদের বিভিন্ন রকম দুষ্টু-মিষ্টি ভিডিও দেখতে পছন্দ করেন। তার ওপরে যদি খুদেরা তাক লাগিয়ে দেওয়ার মতো প্রতিভা প্রদর্শন করে তবে স্বাভাবিকভাবেই সেইসব ভিডিও তুমুল ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি ইউটিউবে তেমনই এক বাচ্চা মেয়ের বেলি ডান্সের ভিডিও হয়েছে। এই ভিডিওটি তিন বছর আগে ‘Zhuldyz dance studio’ নামক এক ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছিল এবং বর্তমানে আবার নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওতে স্টেজের মধ্যে লাল রঙের পোশাক পরে এক বাচ্চা মেয়ে প্রাপ্তবয়স্কদের ভঙ্গিমায় বেলি ডান্স পরিবেশন করেছেন। খুদে মেয়েটির নাচ দেখে স্পষ্টভাবে বোঝা গিয়েছে যে তিনি রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত। ‘Gala Show Championship of Asia 2018’-এর মঞ্চে এই পারফরম্যান্স অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গিয়েছে। বর্তমানে খুদে মেয়েটির অসাধারণ এই বেলি ডান্সের (Belly Dance) ভিডিওটির ভিউজ সংখ্যা ২১ মিলিয়নের গণ্ডি পেরিয়ে গিয়েছে।