আজকাল মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ক্ষুদেদের বিভিন্ন রকমের মজাদার ভিডিও ভাইরাল হয়। আর এই সমস্ত ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা খুবই আনন্দবোধ করেন। ছোট্ট ছোট্ট এই সমস্ত বাচ্চা ছেলে মেয়েদের নাচ, গান, আবৃত্তি ছাড়া ও আরো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির কৌশল দেখার জন্য মুখিয়ে থাকেন নেটিজেনরা। দিনের শেষে এই সমস্ত মজাদার ভিডিওগুলি আমাদের অপার আনন্দ দেয়। সম্প্রতি এমনই একটি ক্ষুদের নাচের ভিডিও (Dance Video) সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণে আলোড়ন ফেলেছে।
ভিডিওটি দেখা যাচ্ছে একটি বছর চারেকের বাচ্চা মেয়ে সাঁওতালি মেয়েদের মতো কমলা রঙের শাড়ি এবং গয়না পরে , নৃত্য পরিবেশন করছে। মাথায় টিকলি, হাতের গয়নায় বাচ্চাটিকে অত্যন্ত মিষ্টি লাগছিল। তবে সমগ্র ভিডিওটিতে যেটি চোখে পড়ার মতো বিষয় সেটি হল বাচ্চাটির অসাধারণ মিষ্টি এক্সপ্রেশন। তবে বাচ্চাটি যে প্রশিক্ষণপ্রাপ্ত সুন্দর নৃত্যশিল্পী নয় তা আমরা ভিডিও দেখেই বুঝেছি। কিন্তু তা সত্ত্বেও এত অল্প বয়সে ক্যামেরার সামনে গানের সাথে যে সাবলীলভাবে অঙ্গভঙ্গি করেছে এটাই যথেষ্ট। কালজয়ী ফোক গান ‘কিনে দে রেশমি চুড়ি’ (Kine De Resmi Churi) তে নিজের মতো করে নাচতে দেখা গেছে বাচ্চাটিকে।
‘দীপ্তি ভিডিওস’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে এই নাচের ভিডিও শেয়ার করা হয়েছে। বাচ্চাটির আরো অনেক নাচের ভিডিও এই চ্যানেল থেকে আগেও শেয়ার করা হয়েছিল, যার প্রত্যেকটি নেটিজেনদের কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে। কয়েক মাস আগে ভিডিওটি আপলোড করা হয়েছিল যা বর্তমানে ওয়ান মিলিয়ন এর বেশি ভিউ পেয়ে গেছে। আপাতত নেটিজেনরা বাচ্চাটির নাচের ভিডিওর কমেন্ট বক্সে প্রশংসা ভরা মন্তব্যের বন্যা বইয়ে দিচ্ছে। প্রসঙ্গত বাচ্চাটির নাম দীপ্তি।