September 15, 2024

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া সেই সব ভিডিওর এক বড় অংশজুড়ে বাচ্চাদের নাচের দৃশ্য দেখতে পাওয়া যায়। নেটিজেনদের পছন্দের তালিকায় প্রথম দিকেই বাচ্চা রেকর্ড করা ভিডিও আছে যা প্রায়ই ভাইরাল হয়।

‘দে দোল দোল দোল’ (De Dol Dol Dol) কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর ও হেমন্ত মুখার্জীর গাওয়া একটা কালজয়ী গান। সম্প্রতি লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে ভারতের বর্তমান প্রজন্মের সেরা গায়ক অরিজিৎ সিং এই গান নতুনভাবে পরিবেশন করেছেন। নেটদুনিয়ায় অরিজিতের গাওয়া এই গানের ভার্সন তুমুল ভাইরাল হয়েছে।

ফেসবুকে এই গানের সঙ্গে এক খুদে মেয়ের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ‌ওয়া ভিডিওগুলির এক বড়ো অংশ জুড়ে বাচ্চাদের নানারকম ভিডিও থাকে। বাচ্চাদের ভিডিওতে তাদের বিভিন্ন দুষ্টু-মিষ্টি কীর্তির সাথে বিভিন্ন প্রতিভার নিদর্শন দেখতে পাওয়া যায়। নাচ-গান-আবৃত্তি প্রভৃতি সব ক্ষেত্রেই প্রতিভাবান বাচ্চার ভিডিও দেখে নেটিজেনরা খুব খুশি হয়ে ওঠেন।

সাম্প্রতিক ভাইরাল হ‌ওয়া ভিডিওতে ‘দে দোল দোল দোল’ গানের সাথে দেবস্মিতা ভৌমিক নামক এক পুঁচকে মেয়ের নাচ সকলে দারুণ উপভোগ করেছেন। খোলামেলা সবুজ গাছপালাঘেরা এক জায়গায় পুকুরের পাশে দাঁড়িয়ে সাদা ধুতি ও এক রঙিন জামা পরেছিল সে। তার সাথে মানানসই মেকআপে দেবস্মিতাকে ভীষণ মিষ্টি ও সুন্দর দেখতে লাগছিল। গানের তালে তালে ত্রিপুরার উদয়পুরের এই খুদে নাচ সকলকে মুগ্ধ করেছে। ফেসবুকের ‘চিত্রায়ণ’ নামক এক পেজ থেকে পোস্ট হ‌ওয়া এই ভিডিওর ভিউজ সংখ্যা ২.২ মিলিয়নের গণ্ডি ছাড়িয়েছে। ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। ৩ হাজারেরও বেশি নেটিজেন দেবস্মিতার নাচের ভূয়সী প্রশংসা করেছেন কমেন্টবক্সে।