May 17, 2024

অভিনব পদ্ধতিতে মাছ ধরে নেটদুনিয়ায় তাক লাগিয়ে দিলেন এক যুবক। বর্তমানে বেশ ভাইরাল হয়ে গিয়েছে তাঁর এই ভিডিও। অনেকেই যে তাঁর এই পদ্ধতি ইতিমধ্যে প্রয়োগ করা শুরু করেছেন সেটা বলাই বাহুল্য।

মাছ ভাত প্রিয় বাঙালির মাছ না হলে খাওয়া সম্পূর্ণ হয়না। দুপুর কিংবা রাতের খাদ্যতালিকা থেকে শুরু করে কোন অনুষ্ঠান উপলক্ষ্যে মাছ মেনুতে থাকবেই। গ্রামে অনেকেরই নিজস্ব পুকুর রয়েছে। পুকুরের টাটকা মাছের স্বাদ এবং পুষ্টিগুণ স্বভাবতই বেশি। কিন্তু পুকুর থাকা সত্ত্বেও অনেকেই মাছ ধরার কৌশল জানেন না। সেইজন্য বাজার থেকেই মাছ কিনে আনতে হয় অধিকাংশ মানুষকে।

এই সমস্ত সমস্যার সমাধান একপ্রকার করে দিয়েছে এই যুবকটি। ‘ফিশ এন্ড ফিশিং’ (Fish and Fishing) নামে ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে যুবকটির এই ভিডিও। ভাইরাল ভিডিওটিতে দেখতে পাওয়া গিয়েছে, শুধুমাত্র বোতলের সাহায্যেই খুব অনায়াসে তিনি মাছ ধরছেন। বোতলের সাহায্যে মাছ ধরতে গেলে প্রয়োজন মাছের খাবার, প্লাস্টিকের বোতল এবং একটি সুতো। প্রথমে যুবকটি প্লাস্টিকের বোতলটিকে মাঝ বরাবর একটি বড় ছিদ্র করে নিয়েছেন। এর পরে প্লাস্টিকের বোতলের ঢাকনা ভালো করে বন্ধ করে সুতো দিয়ে বেঁধে দিয়েছে। এর ফলে মাছ বোতলের মধ্যে বন্দি হলেও বেরিয়ে আসতে পারবে না। বোতলের মুখ বেঁধে দেওয়ার আগে বোতলের মধ্যে দিয়ে দিয়েছে মাছের খাবার। খাবারের লোভে মাছ বোতলবন্দি হবে। বোতলটিকে সুতো বাঁধা অবস্থায় জলের মধ্যে চুবিয়ে দেওয়া হয়েছে। এর বেশ কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গিয়েছে অনেক মাছ বোতলের মধ্যে ধরা পড়েছে। এইভাবেই একেবারে ঘরোয়া পদ্ধতিতে মাছ শিকার করেছেন যুবকটি।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকরকমের ভিডিও ভাইরাল হয়। অনেকসময় শিক্ষণীয় কিছু ভিডিও থাকে যা থেকে অনেক কিছু শেখা যায়। বর্তমানে ইন্টারনেট এবং স্মার্টফোনের যুগলবন্দিতে সামাজিক মাধ্যম মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। ফলে সব রকমের ভিডিও দেখার সুযোগ পাচ্ছেন সব শ্রেণীর মানুষ। সমাজের সঙ্গে তাঁদের ব্যক্তিগত অনেক উন্নতি হচ্ছে এই কারণে।