
সুস্মিতা সেন (Sushmita Sen) বলিউডের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। সৌন্দর্য্য, অভিনয় দক্ষতা প্রভৃতির পাশাপাশি ব্যক্তিগত জীবনের কারণেও মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন এই তারকা। নিজের জীবনে তিনি বারংবার বেশকিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন, যার ফলে প্রশংসিত হওয়ার পাশাপাশি তিনি বহুবার ট্রোলিং ও সামালোচনারও মুখোমুখি হয়েছেন।
এবারে প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা সেন। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই দুইজনের বয়সের পার্থক্য, চেহারা, সৌন্দর্য্য, অর্থনৈতিক পরিস্থিতি সবকিছু তুলে চরম ট্রোলিং ও নিন্দার ঝড় বয়ে চলেছে। ট্রোলারদের উদ্দেশ্যে সুস্মিতা নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন,’আমি সোনার লোভে ললিতের কাছে যাইনি। তা ছাড়া আমার তো হিরে ভাল লাগে। আর সেটা এখনও নিজেরই কেনার ক্ষমতা রয়েছে।’ এর সাথেই তিনি যোগ করেছেন,’আরে, তোমাদের সুস্মিতা ভাল আছে। দুশ্চিন্তার কোনও কারণ নেই। কাণ্ডজ্ঞান লোপ পায়নি আমার। আমি যা করছি, নিজের বোধবুদ্ধি দিয়েই। তবে আমায় এতটা ভালবাসার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।’ শেষে ‘দুগ্গা দুগ্গা’ লিখে তিনি নিজের পোস্ট শেষ করেছেন।
View this post on Instagram
এর আগে প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা ২০০০ সালে তিনি এক কন্যাসন্তান দত্তক নিয়েছিলেন, তার নামকরণ করেছিলেন রেনি সেন (Renee Sen)। এরপরে ২০১০ সালে তিনি আরেকজনের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তার নাম আলিশা সেন (Alisah Sen)। এই কথা সকলেরই জানা সুস্মিতা সিঙ্গেল মাদার হিসেবেই তাঁর দুই কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন। পরবর্তীতে নিজের থেকে ১৫ বছরের ছোট রোহমান শলের (Rohman Shawl) সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন সুস্মিতা, প্রকাশ্যে স্বীকার করে নিয়েছিলেন সবকিছু, সম্প্রতি বিচ্ছেদ ঘটেছে তাঁদের। সম্পর্কের সূত্রপাত এবং শেষ হয়ে যাওয়া এই দুই বিষয় নিয়েই এর আগেও প্রচুর সমালোচিত হয়েছেন সুস্মিতা।