September 8, 2024

বলিউডের অন্যতম চর্চিত ও শক্তিশালী তারকা দম্পতি হলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি। ২০০৭ সালে ‘ বিগব্রাদার ৫’-এ শিল্পা অংশ নেন এবং শো জেতেন। তখন কাজের সূত্রে প্রায়ই লন্ডনে যাতায়াত করতেন শিল্পা। সেইভাবেই তাঁর আলাপ হয় ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে।

রাজ তখন ব্যাচেলর প্যাড-এ থাকতেন। বিদেশে এভাবে থাকা যায়। ব্যাচেলার প্যাড-এ ডিভোর্সী বা ব্যাচেলর পুরুষরা একসঙ্গে একই ছাদের তলায় থাকে। এখানে তাঁরা নিজেদের সুবিধামত বাঁচেন। শখ পূরণ, খেলাধূলা, খাওয়াদাওয়া, কাজকর্ম কোনকিছুতেই বাধা নেই। প্রয়োজনে যৌন কর্মী ভাড়া করতে পারেন। রাজ সেই সময় শিল্পাকে প্রথমবার দেখেই পছন্দ করে ফেলেন। ২০০৭ সালে ব্যাচেলর প্যাডে একবার আমন্ত্রণ জানান শিল্পাকে।

তখন শিল্পা এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন।
একটি এইচআইভি অ্যাওয়ারনেস অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন হলিউড অভিনেতা রিচার্ড গের। অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন শিল্পা। অনুষ্ঠান শেষে রিচার্ড আচমকা শিল্পাকে জড়িয়ে ধরে চুম্বন করেন। এতে বিতর্ক হয় শিল্পাকে ঘিরে। পরবর্তী কালে শিল্পা জানান এই ঘটনায় তাঁর খারাপ লেগেছিল। রিচার্ডও ক্ষমা চান। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় সেই চুম্বনের ভিডিও ভাইরাল হয়েছে। বহু মানুষ নতুন করে দেখছেন সেই দুঃসাহসিক ভিডিও।

প্রসঙ্গত, শিল্পার স্বামী রাজ কুন্দ্রার এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী ও সদ্যজাত সন্তানকে ছেড়ে ব্যাচেলর প্যাডে থাকতেন তিনি। তখনই শিল্পার সঙ্গে আলাপ, প্রেম, এবং বিয়ে। সূত্র বলছে, অভিনেতা হিসেবে নাকি বলিউডে পা রাখছেন শিল্পার স্বামী রাজ। গতবছর তিনি পর্ণ কাণ্ডে ফেঁসে জেলে ছিলেন। জেলে কাটানো সময়ের উপর ভিত্তি করেই সিনেমা তৈরী করছেন রাজ। সিনেমার নাম –ইউ টি নম্বর ৬৯ ( UT Number 69)।