
টেলিভিশন ইন্ডাস্ট্রির এক পরিচিত নাম রশ্মি দেশাই। অভিনয় প্রতিভার সাথে রশ্মী অপূর্ব সুন্দরীও বটে। আজকাল অভিনেতা-অভিনেত্রীরা ইন্সটাগ্রামে খুব সক্রিয়। সেখানে তাঁরা প্রায়ই নিত্যনতুন ছবি শেয়ার করেন। এছাড়া শেয়ার করছেন ইন্সটাগ্রাম রিলও। এই অভিনেতা অভিনেত্রীদের তালিকা থেকে বাদ গেলেন না রশ্মী দেশাইও। বর্তমানে রশ্মীকে সিরিয়াল বা ছবিতে দেখা না গেলেও প্রায়ই নিজের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি সম্প্রতি রশ্মীর বেশ কয়েকটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
এর মধ্যে একটি ছবিতে রশ্মী একটি সাদা রঙের ট্রান্সপারেন্ট ড্রেস পরেছেন। ড্রেসটি ছিল স্প্যাগেটি স্লিভ ও ডিপ নেক। ফলে সহজেই দৃশ্যমান হয়েছে রশ্মীর ক্লিভেজ। এই পোশাকের ভিতরে অন্তর্বাস হিসাবে সিলভার রঙের ব্রালেট ও শর্ট স্কার্ট পরেছেন। রশ্মীর পোশাকটি হাই থাই স্লিটেড। এই পোশাকের সাথে তাঁর পায়ে রয়েছে বেজ রঙের নেটের পাম্পস। আর হাতে পরেছিলেন সিলভার ব্রেসলেট। রশ্মী চুল খোলা রেখেছিলেন। এই পোশাকের সাথে রশ্মীর মেকআপে ছিল রূপোলি ছোঁয়া। সিলভার রঙের আইশ্যাডো তাঁর সাজকে সম্পূর্ণ করেছে।
View this post on Instagram
এছাড়াও রশ্মী একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাঁর পরনে রয়েছে কমলা রঙের স্বচ্ছ নেটের ব্লাউজ। স্বচ্ছ এই ব্লাউজের মাধ্যমে দৃশ্যমান হয়েছে কমলা রঙের ব্রালেট। তার সাথে রশ্মী পরেছিলেন কালো-কমলা-গোলাপি কম্বিনেশনের ট্রাউজার। চুল বেঁধেছিলেন অ্যাফ্রো স্টাইলে। গলায় রয়েছে লেয়ারড নেকপিস। এই সাজকে সম্পূর্ণ করেছে গোলাপি লিপস্টিক।
View this post on Instagram
রশ্মীকে টেলিভিশন পর্দায় শেষবার দেখা গিয়েছিল কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘দিল সে দিল তক’-এ। পরবর্তীকালে প্রযোজনা সংস্থার সাথে সমস্যার ফলে এই সিরিয়ালটি ছেড়ে দেন রশ্মী। এরপর তিনি ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেছেন।