রচনা ব্যানার্জী (Rachana Banerjee) বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একসময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তবে বেশ কিছু বছর তাঁকে আর বড়ো পর্দায় দেখা যায়না। কিন্তু ছোট পর্দায় তিনি এখনও নিয়মিত ও সুপরিচিত মুখ। জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ১’-এ তিনি প্রায় প্রথম থেকেই সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন। পরপর নয়টি (৯) সিজনে এই ভূমিকায় তিনি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন।
View this post on Instagram
কেরিয়ারে বিপুল সাফল্য অর্জন করলেও ব্যক্তিগত জীবনে রচনা খুব একটা সুখী হতে পারেননি। স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পরে একমাত্র ছেলে প্রণীলকে (Pranil) নিয়েই জীবন কাটিয়েছেন অভিনেত্রী। জি বাংলার জনপ্রিয় টক শো ‘অপুর সংসার’-এর মঞ্চে একবার সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee) প্রশ্ন করেছিলেন নিজেকে স্ত্রী হিসেবে রচনা কত নম্বর দেবেন, উত্তরে রচনা বলেন ‘শূন্য”। এরপরে শাশ্বত আবারও রচনার কাছে জানতে চান কী করলে সুগৃহিণী হয়ে উঠতে পারতেন অভিনেত্রী।
উত্তরে রচনা খানিক খেদ নিয়ে বলেন স্বামীর সাথে কম্প্রোমাইজ অর্থাৎ সমঝোতা করলে হয়তো ভালো থাকা সম্ভব হতো, কিন্তু তিনি তা করতে পারেননি। রচনার মতে অভিনয় জগতের সঙ্গে যুক্ত মানুষদের নিজস্ব পেশার মানুষের সঙ্গেই সম্পর্কে আবদ্ধ হওয়া উচিত। তাহলে তাঁরা নিজেদের সমস্যা ও সুবিধে-অসুবিধে বুঝতে পারবেন এবং পারস্পরিক বোঝাপড়া আরো ভালো থাকবে। পেশা আলাদা হলে পরিস্থিতি না বোঝার ফলে অনেক অশান্তির সৃষ্টি হয় এবং তার প্রভাব সম্পর্কে ও সংসারে পড়ে। আর এরপরেই বিবাহবিচ্ছেদ ঘটে থাকে। তবে এইসব নিয়ে রচনা কখনোই আক্ষেপ করেন না। নিজের ছেলের সাথেই তিনি জীবন রীতিমতো উপভোগ করে থাকেন। ছেলের মুখ চেয়ে প্রাক্তন স্বামীর সাথেও তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে তিনি জানিয়েছেন।