July 16, 2024

সোশ্যাল মিডিয়া (Social Media) মানেই যেন বিনোদনের একরাশ হাতছানি। এটি মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীকে আমাদের চোখের সামনে তুলে ধরতে পারে। বর্তমান যুব সম্প্রদায়ের কাছে এই সোশ্যাল মিডিয়াই হয়ে উঠেছে উপার্জনের একমাত্র মাধ্যম। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলি যেমন আমাদের আনন্দ দেয় তেমনি কখনো আবার অনুপ্রেরণাও জোগায়। সম্প্রতি এক বৃদ্ধা ঠাকুমার একটি নাচের ভিডিও (Old Grandmother Dance Video) সোশ্যাল মিডিয়া উত্তাল করে তুলেছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে (Viral Video) দেখা যাচ্ছে ৭০-৮০ বছরের এক থুরথুরে বৃদ্ধা ঠাকুমা সাদা শাড়ি পরে মিঠুন চক্রবর্তীর জনপ্রিয় ‘মুঝকো পিনা হ্যায় পিনে দো’ গানের রিমিক্স ভার্সনে নিজের মত করে কোমর দুলিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে গানের প্রত্যেকটি বিটের সাথে তাঁর ডান্স স্টেপ নজর কেড়েছে নেটিজেনদের।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ‘এস টেক’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যে অনেকেই এই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে ফেলেছেন। ভিডিওটির ভিউ ১৩ লাখ ছাড়িয়ে গেছে। ভিডিওটির কমেন্ট বক্সে কোনো কোনো নেটিজেন লিখেছেন ‘ঠাকুমা তো পুরো স্টেজ কাঁপিয়ে দিল নেচে’। আবার কেউ লিখেছেন ‘আপনি মিঠুনদাকেও পিছনে ফেলে দিয়েছেন’ এই ধরনের ইতিবাচক মন্তব্য। আপাতত বৃদ্ধা ঠাকুমার এইরূপ সাহসী প্রতিভা দেখে সকলেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। জীবনের শেষ প্রান্তে পৌঁছেও এই বৃদ্ধা মহিলা যে নৃত্যপ্রতিভা দেখিয়েছেন তাতে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের।