September 9, 2024

বলিউড সেলিব্রিটিদের জীবনে থাকে ব্যস্ততা। তাঁদের কাজের জন্য সবসময় ব্যস্ত থাকেন। এজন্য সন্তান পালনের সময় অনেক সময় তাঁদের থাকেনা। আর তার জন্য সব সময় তাঁদের দরকার পড়ে ন্যানির। তাঁদের সন্তানদের ন্যানিরাই সযত্নে লালন পালন করে বড় করে তোলেন। সুতরাং মাঝেমধ্যে বলিউড সেলিব্রিটিদের সঙ্গে তাঁদের বাচ্চা সহ ন্যানিদের আমরা দেখতে পাই। যার ফলে এরাও সাধারণ মানুষের কাছে সেলিব্রিটি হয়ে ওঠেন। তবে এই সমস্ত ন্যানিদের মাসিক বেতন শুনলে আশ্চর্য হয়ে যাবেন।

অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবং সইফ আলী খান (Saif Ali Khan) -এর দুই সন্তান। তৈমুর আর জাহাঙ্গীর। এদের দেখভাল করেন ২৬ বছরের অল্পবয়স্ক যুবতী সাবিত্রী। দীর্ঘদিন দুই সন্তানকে আগলে রাখার জন্য বর্তমানে সাবিত্রীকে খান পরিবারের এক অন্যতম সদস্য বলা যায়। নবাবের দুই পুত্রকে দেখভাল করবার জন্য তিনি প্রায় দেড় লাখ টাকা পারিশ্রমিক পান।

অপরদিকে শাহিদ কাপুর (Shahid Kapoor) এবং তাঁর স্ত্রী মীরা রাজপুত এর দুই সন্তান। মিশা এবং জৈন। এদের দেখভাল করবার জন্য সারাদিন ন্যানি আছেন। প্রসঙ্গত উল্লেখ্য এই যুবতী ন্যানি এর আগে করিনা কাপুরের বাড়িতেও কাজ করেছেন। শাহিদ কাপুরের সন্তানদের দেখভাল করার জন্য তিনি মাসে আশি হাজার টাকার উপরে বেতন পান।

করিনা কাপুর এবং শাহিদ কাপুরের পর আসা যাক বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan) -এর কাছে। বর্তমানে আমির খানের ১০ বছরের পুত্র আজাদকে দেখভাল করবার জন্যও যে ন্যানি রয়েছেন তাঁর বেতন সব ন্যানির বেতনকে ছাড়িয়ে গেছে। আমির এবং কিরনের পুত্রের জন্য যে ন্যানি আছেন তাঁর বেতন মাসে প্রায় আড়াই কোটি টাকা। বলিউডের তারকা কিডদের দেখাশুনো করবার জন্য ন্যানিদের খুব চাহিদা। অনেকেই মজা করে বলেন বর্তমানে বেকারত্বের যুগে তারকা দম্পতিদের সন্তানের ন্যানি হওয়া ভাগ্যের ব্যাপার।