
জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম একজন। তিনি ভারতবর্ষের বিনোদন জগতের একসময়ের অত্যন্ত জনপ্রিয় নায়িকা শ্রীদেবীর ( Sridevi) কন্যা। তারকা অভিনেত্রীর মেয়ে হিসেবে পরিচিতি লাভের পাশাপাশি অভিনেত্রী হিসেবে তিনি নিজেও বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। ২০১৮ সালে জাহ্নবী নবাগত অভিনেতা ঈশান খাট্টারের (Ishaan Khatter) বিপরীতে এক মারাঠি সিনেমার হিন্দি রিমেক ‘ধড়ক’ ( Dhadak) সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন জাহ্নবী।
কেরিয়ারের প্রথম কাজেই তিনি নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। এরপরে তিনি ‘ঘোস্ট স্টোরিস’ ওয়েব সিরিজ ও ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ সিনেমায় নিজের অভিনয় পারদর্শিতা প্রদর্শন করে ইন্ড্রাস্টিতে নিজের জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন। মডেলিং ও ফোটোশ্যুটের মাধ্যমেও নিজস্ব পরিচিতি প্রতিষ্ঠা করেছেন জাহ্নবী। ২০২১ সালে জাহ্নবী অভিনীত কমেডি-হরর ফিল্ম ‘রুহি’ ( Roohi) ও ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুডলাক জেরি’ ( Good Luck Jerry) সিনেমাদুটিও দর্শকমহলে বেশ সাড়া ফেলে দিয়েছে।
অভিনয় ছাড়াও নিজের সৌন্দর্য্য ও হটনেসের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তিনি নিজের ফিটনেসের দিকেও বেশ গুরুত্ব প্রদান করেন, হামেশাই পাপারাৎজিদের ক্যামেরায় তিনি বেশ বোল্ড লুকে ধরা পড়েন। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে পাপারাৎজিদের তোলা জাহ্নবীর ‘ওপস্ মোমেন্ট’। ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে সাদা-কালো প্রিন্টেড ডিপনেক এক শর্ট ড্রেস পরে খোলা চুলে দেখা গিয়েছে। গাড়ির দিকে হাঁটার সময় হঠাৎই হাওয়ায় জাহ্নবীর জামা ওপরের দিকে উড়ে যায়, কোনো রকমে হাত দিয়ে জামা চেপে ধরে নিজের সম্মান রক্ষা করেন তিনি। তবে মুহূর্তের মধ্যেই ওই স্থানে ভিড় করে থাকা পাপারাৎজিদের ক্যামেরায় এই ‘ওপস্ মোমেন্ট’ রেকর্ড হয়ে যায়, পরবর্তী সময়ে নেটদুনিয়ায় এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।