Categories
বিনোদন ভাইরাল ভিডিও ভিডিও

বৌভাতের দিন সবার সামনে কিয়ারাকে উপযুক্ত শাস্তি দিল বনি, আনন্দে আত্মহারা ‘গাঁটছড়া’ ভক্তরা

‘গাঁটছড়া’ (Gaatchhora) ধারাবাহিক বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় এক ধারাবাহিক। স্টার জলসার এই ধারাবাহিক প্রথম থেকেই টিআরপি তালিকায় ভালো ফলাফল করে এসেছে, সাম্প্রতিক টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক প্রথম পাঁচের মধ্যেই স্থান অর্জন করে নিয়েছে। ‘গাঁটছড়া’-র গল্পে সম্প্রতি এসেছে এক নতুন মোড়, যা দর্শকদের কাছে আরো একবার এই ধারাবাহিকের প্রতি পুরনো আকর্ষণ ফিরিয়ে দিচ্ছে।

কুণালের সঙ্গে বিয়ে হয়েছে খড়ির ডাকাবুকো ছোট বোন বনির, আর সেই নিয়েই রীতিমতো ধুন্ধুমার চলছে সিংহরায় বাড়িতে। এই বিয়ের জন্য সকলের বাড়ির সকলের বিরাগভাজন হয়ে উঠেছে খড়ি, এমন কী সেই তালিকায় ঋদ্ধিও রয়েছে। তবে কারোর সাহায্য ছাড়াই খড়ি নিজের লড়াই একা লড়ে নেবে এমন কথা সোজাসুজি জানিয়ে দিয়েছে। এইসবের মাঝে দিদিদের কথা শুনে ভাত-কাপড়ের অনুষ্ঠানে নিজের চিরাচরিত শার্ট-প্যান্টের বদলে শার্টের ওপরেই শাড়ি পরে নেয় বনি।

অপরদিকে, কিয়ারা বনিকে অপদস্থ করার চেষ্টা সমানে চালিয়ে যাচ্ছিল। ভাত-কাপড়ের অনুষ্ঠানের সময়েও সে বনিকে ধাক্কা দেয়, তবে ভাতের থালা পড়ে যেতে গেলেও খড়ি তা সামলে নেওয়ায় কিয়ারার প্ল্যান কাজে লাগে না। বনিকে এর জন্য দোষারোপ করা হলেও কিয়ারার আচরণ তার নজর এড়ায়না। এরপরে, রিসেপশনের সময়ে বনিকে সুন্দর করে সাজিয়ে যখন অতিথিদের সামনে বসানোর জন্য নিয়ে আসা হচ্ছিল তখন‌ও কিয়ারা বনিকে ফেলে দেওয়ার জন্য পা বাড়িয়ে রাখে। কিন্তু এবারেও সব বুঝতে পেরে উল্টে বনিই কিয়ারাকে মাটিতে ফেলে দেয় এবং একের পর এক চড় মারতে থাকে। বনির পাশে খড়ি থাকলেও এমন ঘটনায় সিংহরায় বাড়ির সকলে বিশেষত ঋদ্ধি চটে যায়। তবে দর্শকরা এই দৃশ্য দেখে ভীষণ উচ্ছ্বসিত হয়েছেন।