June 12, 2024

কিছুদিন আগে এক অনুষ্ঠানে পোষাক বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রী দিশা পাটানিকে (Disha Patani)। সম্প্রতি ভিডিও ভাইরাল হওয়ার পরে অনেকরকম মন্তব্যের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে।

২০১৫ সালে ‘লোফার’ (Loafer) নামে তেলেগু সিনেমার মধ্যে দিয়ে সিনেমা জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। এর পরে ক্রিকেটার ধোনির বায়োপিক ‘এমএস ধোনি :দ্যা আনটোল্ড স্টোরি ’(M.S. Dhoni: The Untold Story) সিনেমায় আলাদা করে নজর করেছিলেন সুন্দরী এই অভিনেত্রী। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে অন্যতম হলো ‘মালাং’ (Malang) , ‘বাঘী :২’ (Baaghi 2) ‘বাঘি: ৩’ (Baaghi 3) প্রভৃতি। সাম্প্রতিকালে ‘এক ভিলেন রিটার্নস’ (Ek Villain Returns) সিনেমায় তাঁর অসাধারণ অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে।

‘বলিউড ওয়ার্ল্ড’ (Bollywood World) নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে ভিডিওটি। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ভিডিও ছিল এটি। অনুষ্ঠানের জন্য অভিনেত্রীর পরনে ছিল সুদৃশ্য একটি গাউন। তবে পোষাকটি তাঁর শরীরের মাপ অনুযায়ী ভালোভাবে তৈরী না হওয়ায় বেশ অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। মুহূর্তে মধ্যেই এই অবস্থায় পাপারাৎজিতদের ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। ইতিমধ্যে এই ভিডিওর লাইকস এবং ভিউজ সংখ্যা বেশ ভালো জায়গায় পৌঁছে গিয়েছে। কয়েক লক্ষাধিক মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন এবং শেয়ার করেছেন হাজারের বেশি মানুষ।

অভিনেত্রীদের এইরকম পোশাক বির্তকের ঘটনা আগেও ঘটেছিল। নিজেদের ফ্যাশন স্টেটমেন্ট বজায় রাখতে গিয়ে এইরকম পোশাক পরে অনেকসময়ই নানাধরণের বির্তকের জন্ম দেন অভিনেত্রীরা। সোশ্যাল মিডিয়ার কারণে হাজার অনুরাগীদের কাছে নিমেষেই পৌঁছে যায় সেইসব ভিডিও। বিনোদন জগতের এই রকম বির্তকিত ভিডিও কিংবা সংবাদ মানুষ বেশ পছন্দ করেন বলে ভাইরাল হতে বেশি সময় লাগে না।