
আলিয়া ভাট (Alia Bhatt) বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন। তিনি এখন অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের কারণেও ক্রমাগত খবরের শিরোনামে রয়েছেন। গত ১৪ এপ্রিল বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে ঘরোয়া এক অনুষ্ঠানে পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে আলিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপরেই তিনি জুন মাসে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় সকলের সাথে ভাগ করে নেন।
View this post on Instagram
বর্তমানে রণবীর ও আলিয়া দুইজনেই নিজেদের নতুন নতুন কাজ নিয়ে কেরিয়ারে এগিয়ে চলেছেন। দীর্ঘ ৪ বছর পর গত ২২ জুলাই রণবীর কাপুরের সিনেমা ‘শামশেরা’ (Shamshera) সারা দেশজুড়ে রিলিজ করেছে। তবে এই সিনেমা দর্শকমহলে ও বক্স অফিসে তেমনভাবে সাড়া ফেলতে পারেনি ও ব্যবসা জমাতে পারেনি। তবে আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে স্ত্রী আলিয়া ভাটের সাথে রণবীরের প্রথম সিনেমা ‘ব্রক্ষ্মাস্ত্র’ (Brahmastra), তাঁরা এখন জোরকদমে প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন। প্রচার চলাকালীন সম্প্রতি প্রকাশ্যে এসেছে আলিয়া ভাটের বেবি বাম্পের ছবি। পাপারাৎজিদের তোলা ক্যামেরায় স্বামী রণবীরের সাথে বন্দী হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী।
View this post on Instagram
নিজেদের আসন্ন প্রথম সিনেমার প্রচারের সময় পরিচালক পরিচালক অয়ন মুখার্জী ও রণবীর কাপুরের সাথে আলিয়া ভাটের পাপারাৎজিদের তোলা ছবি-ভিডিওতে এক অন্যরকম রূপ সামনে নজরে এসেছে। এক বাদামি রঙের টাইট-ফিটেড শর্ট ড্রেসে সাধারণ সাজে খোলা চুলে তাঁর বেবি বাম্প স্পষ্টভাবে দেখা গিয়েছে।
View this post on Instagram
পাপারাৎজিদের তোলা এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা বিভিন্নরকম মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন, কেউ লিখেছেন,’আলিয়ার মুখে মাতৃত্বের উজ্জ্বল আভা, যা রণবীরের মধ্যেও ছড়িয়ে পড়েছে।’ কেউ লিখেছেন, ‘ছোট্ট বেবি বাম্প দেখা যাচ্ছে’। আবার কেউ লিখেছেন, ‘রণবীরও বাবা হচ্ছেন উফ ভাবা যায় না।’ আবার কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন,’এই তো বিয়ে হল, এরই মধ্যে অন্তঃসত্ত্বা, আবার বেবি বাম্পও দেখা যাচ্ছে।’